শনিবার ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২
জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনিং উইকেটের প্রয়োজন দেখেন না বাংলাদেশ কোচ
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১২:২৩ এএম আপডেট: ১৯.০৪.২০২৫ ১:৪৩ এএম |


  জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনিং উইকেটের প্রয়োজন দেখেন না বাংলাদেশ কোচ
দেশের মাটিতে বরাবরই বাংলাদেশের শক্তির জায়গা স্পিন। তবে গত কয়েক বছরে পেস বিভাগেও উন্নতি হয়েছে অনেক। তাই জিম্বাবুয়ের বিপক্ষে আলাদা করে স্পিনার বা পেসারদের ওপর নির্ভর করতে চান না ফিল সিমন্স। টেস্ট ক্রিকেটে উন্নতির সোপানে পা রাখতে স্পোর্টিং উইকেটে খেলার পক্ষে বাংলাদেশের প্রধান কোচ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার শুরু হবে টেস্ট সিরিজ। শুক্রবার ম্যাচের উইকেটে দেখা গেছে সতেজ ঘাস। শনিবার হয়তো অনেকটাই কমিয়ে ফেলা হবে সবুজের উপস্থিতি।
উইকেট তৈরিতে সহায়তা করতে ঢাকা থেকে সিলেট চলে গেছেন বিসিবির প্রধান কিউরেটর গামিনি সিলভা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন, প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে উইকেটের পাশে দাঁড়িয়ে কিউরেটরদের আলোচনা করতেও দেখা গেছে লম্বা সময়।
পরে শুক্রবারের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে প্রথম টেস্টের উইকেট সম্পর্কে ধারণা দেন সিমন্স।
“আমাদের পরিকল্পনা প্রপার উইকেট প্রস্তুত করার। আমরা টেস্ট দলটাকে যে জায়গায় নিয়ে যেতে চাই, সেভাবে খেলতে চাই। আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনায় খেলি। এজন্য জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন উইকেট তৈরি করা জরুরি নয়।”
গত বছর পাকিস্তানকে তাদের মাঠে হোয়াইটওয়াশ করা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদ রানা, হাসান মাহমুদরা। দেশের মাঠে বাংলাদেশের সাফল্যের বড় কারিগর সবসময়ই স্পিনাররা।
তবে সাম্প্রতিক সময়ে পেসাররাও দারুণ উন্নতি করায় এখন আর নির্দিষ্ট কোনো বিভাগের ওপর নির্ভর করার প্রয়োজন নেই মনে করেন বাংলাদেশের প্রধান কোচ।
“প্রপার উইকেট বানিয়ে টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করব। তাই আলাদা করে স্পিন বা পেস উইকেট তৈরির কোনো আলোচনা হয়নি। আমরা আজকে দেখেছি উইকেট... বেশ শক্ত। ভালো উইকেট মনে হচ্ছে। আগামীকাল কেমন হয়, আমাদের দেখতে হবে।”
টেস্ট ক্রিকেটে গত বছর মিশ্র অভিজ্ঞতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। দেশের বাইরে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারালেও, নিজেদের মাঠে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করতেই পারেনি তারা। হতশ্রী পারফরম্যান্সে চার ম্যাচই হেরেছে খুব বাজেভাবে।
তাই শক্তি-সামর্থ্য কিংবা সাম্প্রতিক ফর্মসহ সার্বিক বিবেচনায় বেশ পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিপক্ষেও পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্য সাম্প্রতিক পরিসংখ্যানে পরিষ্কার এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি লড়াইয়ে সবশেষ আট ম্যাচে মাত্র একটি হেরেছে তারা। সবশেষ তিন টেস্টেই জিম্বাবুয়েকে হারিয়েছে তারা বিশাল ব্যবধানে।
তবু আগেভাগে কোনো হুঙ্কার দিতে চান না বাংলাদেশ কোচ। একটি করে ম্যাচ ধরে এগোতে চান তিনি।
“হোয়াইটওয়াশ করার ব্যাপারে জানি না। আমি একটি করে পদক্ষেপ নেওয়ার পক্ষে। এখানে প্রথম টেস্ট হবে, জিতলে পরের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করব, সিরিজ জেতার আলোচনা করব। প্রথম টেস্ট জেতার জন্য প্রথম দিন জিততে হবে। এভাবেই ভাবতে পছন্দ করি। এখনই চট্টগ্রাম নিয়ে ভাবতে পারব না। আপাতত সিলেট টেস্টে মনোযোগ দিতে হবে।”













সর্বশেষ সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
ঘোষিত ডেট লাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার; দুই পরিদর্শককে অব্যাহতি
আজ লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২