শনিবার ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২
এএইচএফ হকি কাপ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১২:২৩ এএম আপডেট: ১৯.০৪.২০২৫ ১:৪৩ এএম |


কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

গতকাল ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে এএইচএফ কাপ। আজ (শুক্রবার) সন্ধ্যায় গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সোহানুর রহমান সবুজ। 
কাজাখস্তানের বিপক্ষে বাংলাদেশ আগে কখনও হারেনি। এই ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত খেলা ১-১ গোলে সমতা ছিল। ফলে প্রথমবারের মতো দুর্বল কাজাখস্তানের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর শঙ্কা জেগেছিল বাংলাদেশের। যদিও শেষ দুই কোয়ার্টারে চার গোল করে লাল-সবুজের প্রতিনিধিরা স্বাভাবিক জয় নিয়েই মাঠ ছেড়েছে। ২০২২ সালের এএইচএফ কাপে কাজাখস্তানকে ৮ গোল দিয়েছিল বাংলাদেশ।
ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের ৯ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোলের সূচনা করেন। ছয় মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে খেলায় সমতা আনে কাজাখস্তান। দুই দলই সমতা নিয়ে মধ্য বিরতিতে ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারের ৮ মিনিটে নাইম উদ্দিন পেনাল্টি কর্নার থেকে গোল করে আবার বাংলাদেশকে এগিয়ে নেন। এক মিনিট পরই রাকিবুল ফিল্ড গোল করলে বাংলাদেশের ম্যাচে আধিপত্য নিশ্চিত হয়।
৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে সোহানুর রহমান সবুজ আরেক গোল করলে স্কোরলাইন ৪-১ হয়। ম্যাচের অন্তিম মুহূর্তে বাংলাদেশ পেনাল্টি স্ট্রোক পায়। আশরাফুল গোল করলে ৫-১ ব্যবধানে জয় নিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ। 
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী রোববার স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালের পাশাপাশি এশিয়া কাপের খেলাও নিশ্চিত করবে। এএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
















সর্বশেষ সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
ঘোষিত ডেট লাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার; দুই পরিদর্শককে অব্যাহতি
আজ লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২