রোববার ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২
জাতীয় সমাজতান্ত্রিক দলের বিভাগীয় সমাবেশেশহীদ উদ্দিন মাহমুদ স্বপন
সংস্কার ছাড়া ‘প্রজাতন্ত্র’ বিনির্মাণ অসম্ভব
প্রকাশ: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ১:৩১ এএম আপডেট: ২০.০৪.২০২৫ ১:৪২ এএম |




 সংস্কার ছাড়া ‘প্রজাতন্ত্র’  বিনির্মাণ অসম্ভবজাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন— সংস্কার ছাড়া লড়াই ও সংগ্রামের অভিপ্রায় ভিত্তিক প্রজাতন্ত্র বিনির্মাণ করা সম্ভব হবে না। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলুপ্ত না করে শুধু নিছক একটা নির্বাচনের মাধ্যমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্য একেবারেই অকল্পনীয়। ক্ষমতা কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে স্বৈরতন্ত্র ফিরে আসার অনিবার্য প্রচেষ্টাকে
নির্মূল করে দিতে হবে। শাসন ব্যবস্থার মৌলিক সংস্কার গুলোকে সমন্বয় করে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রশ্নটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই নির্বাচনের আয়োজন করতে হবে। 
তিনি আরো বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের ঐতিহাসিক লড়াইয়ের অভিপ্রায় এবং জনগণের বিজয়কে দীর্ঘস্থায়ী করার জন্য প্রচন্ড প্রচেষ্টার প্রয়োজন হবে। শুধু রাজনৈতিক দলের স্বাধীনতা নয় সকল মানুষের রাজনৈতিক অধিকার, ক্ষমতা ও কর্তৃত্ব নিশ্চিত করার জন্য ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ অনিবার্য হয়ে পড়েছে। দেশ শাসনে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করলেই অংশীদারিত্বের গণতন্ত্রের প্রক্রিয়া শুরু হবে।
সভায় দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন-রাষ্ট্রীয় রাজনীতির পরিবর্তন ছাড়া শুধুমাত্র নির্বাচন বিপজ্জনক হয়ে উঠবে। শূন্যগর্ভ বক্তব্য দিয়ে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে পুনরুদ্ধার করা সম্ভব হবে না। প্রতিটা ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে সংস্কারের রূপরেখা উপস্থাপন করতে হবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তা বাস্তবায়ন করতে হবে। শনিবার সকাল ১১ টায় কুমিল্লা টাউন হলে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জেএসডি'র প্রতিনিধি সভায় কুমিল্লা জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর মোহনের সভাপতিত্বে কেন্দ্রীয় প্রচার সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী রোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট কে এম জাবির, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল মোতালেব, সাংস্কৃতিক সম্পাদক ফারজানা দিবা, কুমিল্লা মহানগর আহবায়ক মহি উদ্দিন আহমেদ, লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন উর রশিদ বাবুল,নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক নুর রহমান,ফেনী জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্ছু, বি-বাড়িয়া জেলার সাধারণ সম্পাদক এডভোকেট তৈমুর রেজা শাহজাদা ভুইয়া, শিরিন আকতার, আব্দুস সোবহান, মোহাম্মদ রফিকুল ইসলাম, আবদুল করিম,আবদুল খালেক দুলাল,ডা. জমির উদ্দিন খান,আলমগীর হোসেন,রামগতি উপজেলা সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, দাগনভূঁঞা উপজেলা আহবায়ক তাজ উদ্দিন আজাদ, বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোসলেম উদ্দিন বিজয়।














সর্বশেষ সংবাদ
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পুঁটি মাছ কাটা নিয়ে ঝগড়া, স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২