রোববার ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রকাশ: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ৮:৩১ এএম |

আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ রাজধানীতে হঠাৎ করে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল বের হচ্ছে। গত কয়েকদিনে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা। এসব মিছিলে ‘আওয়ামী লীগ ফিরে আসবে’— এমন বার্তা ছাড়াও বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

আওয়ামী লীগের এই আকস্মিক মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ প্রশাসন পড়েছে বড় ধরনের চাপে। প্রশ্ন উঠেছে— ঝটিকা মিছিলের আগাম খবর কী পাচ্ছে না গোয়েন্দারা? পুলিশ কেন তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে?


এদিকে ‘আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি’ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ যেন মিছিল বা সভা-সমাবেশ করতে না পারে— সে বিষয়ে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যর্থ হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”


শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর উত্তরায় কয়েকটি থানা এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে প্রতিটি থানায় অতিরিক্ত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ মোটরসাইকেল টিম মোতায়েন করা হয়েছে। এরপরও কোনও এলাকায় ঝটিকা মিছিল দেখা দিলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

রাজধানীতে একের পর এক ঝটিকা মিছিল

গত ১৫ এপ্রিল সকালে বাড্ডা-ভাটারা-রামপুরা সড়কে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। এর আগে ৬ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত হঠাৎ মিছিল হয়।

সর্বশেষ ১৮ এপ্রিল (শুক্রবার) উত্তরা এলাকায় উত্তরা উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়, যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসব মিছিলে তারা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে', 'শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই'—এমন নানা স্লোগানে উত্তাল করেন রাজপথ।

অভিযানে গ্রেফতার

পুলিশ জানায়, গত ১৭ ও ১৮ এপ্রিল রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহের আলম মুরাদসহ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের মোট ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি, প্রতিটি থানায় ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত বিশেষ টহল দল মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশের অবস্থান ও পদক্ষেপ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, "আওয়ামী লীগের মিছিলগুলো সাধারণত ভোররাতে বা জনশূন্য সময়ে হচ্ছে। নিয়ন্ত্রণে রাখতে আমাদের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মিছিলকারীরা মোটরসাইকেল ও মাইক্রোবাস ব্যবহার করছে, ফলে তাদের গতিবিধি নজরে রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।"

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, "আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি মোটরসাইকেল পেট্রোলিং জোরদার করা হয়েছে।" আ.লীগের ঝটিকা মিছিল বন্ধে ডিএমপি সদর দফতর থেকে কী ধরণের দিকনির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে ওসি শামীম আহমেদ বলেন, আমাদের নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি ভোর রাত থেকে সকাল পর্যন্ত বিশেষ পেট্রোল টিম এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির কয়েকটি থানার পুলিশ সদস্যরা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, অপরাধ নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সংশ্লিষ্ট থানা এলাকায় দায়িত্ব পালন করছেন। এরপরও কোনও থানা এলাকায় কোনও একটি ঝটিকা মিছিল করা হলে সেই দায় কীভাবে নেবে পুলিশ সদস্যরা। ফলে আ.লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সিংহভাগ পুলিশ সদস্যদের মধ্যে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি থানার দায়িত্বরত পুলিশ সদস্যদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে কিছুটা ভীতিও সৃষ্টি হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, "পুলিশের নিয়মিত কার্যক্রমে ঢাকা মহানগরীতে অনেকাংশে অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। আ.লীগের ঝটিকা মিছিল বন্ধে রাজধানী প্রতিটি থানা এলাকায় নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি ভোর রাত থেকে সকাল পর্যন্ত বিশেষ পেট্রোল টিম মাঠে থাকবে। এছাড়াও এ সময় এসি পেট্রোল ও ইন্সপেক্টর পেট্রোলও সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবেন।"

তিনি আরও বলেন, "কোনও পুলিশ সদস্যের দায়িত্বে গাফিলতি পেলে তদন্ত সাপেক্ষে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় কৃষি কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পুঁটি মাছ কাটা নিয়ে ঝগড়া, স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২