কুমিল্লা
পৌর পার্কের পাঠাগারে‘পাঠাগার আন্দোলন বাংলাদেশ’ আয়োজিত বৈশাখী আলোচনা সভা
ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে পাঠাগার আন্দোলন বাংলাদেশের ট্রাষ্টি
কুমিল্লার সাবেক পুলিশ সুপার মালিক খসরু তাঁর ব্যক্তি গত পক্ষ থেকে বিশিষ্ট
নাট্য সংগঠক, নাট্যগুরু শাহজাহান চৌধুরীকে একটি মিলিনিয়ন কয়েন উপহার দেন।
কয়েনটি তিনি ২০০০ সালে লন্ডন থেকে কালেকশন করে ছিলেন। উল্লেখ,প্রতি ১ হাজার
বছরের বিশ্বের সেরাদের ছবি ও জিবনী সংযুক্ত করে এ কয়েন ছাড়া হয়।