সামাজিক
নিরাপত্তা কর্মসূচিতে প্রায় ৫০ শতাংশ উপকারভোগী ভাতা পাওয়ার যোগ্য নয়।
কারণ, তাদের রাজনৈতিক বিবেচনায় এ কর্মসূচিতে যুক্ত করা হয়েছে। এ কর্মসূচির
আওতায় প্রকৃত উপকারভোগী বাছাইয়ে প্রভাব বিস্তার করা হয়েছিল বলে জানিয়েছেন
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রবিবার (২০ এপ্রিল)
শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক
পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা
বলেন। এদিন চট্টগ্রাম বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নসহ ১৪ প্রকল্পের
অনুমোদন দেয় একনেক।
ব্রিফিংয়ে পরিকল্পনা সচিব ইকবাল আব্দুল্লাহ হারুনসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিফিংয়ে
উপদেষ্টা বলেন, বিদেশি ঋণের প্রকল্পে বাধ্য হয়েই পরামর্শক নিয়োগ দিতে
হচ্ছে। যেকোনও বিদেশি বড় ঋণ নিতে হলে ছোট পরামর্শকের বোঝা ঘাড়ে নিতেই হবে।
সেটি না হলে তারা ঋণ দিতে চায় না।
ড. ওয়াহিদউদ্দি মাহমুদ জানান, বে
টার্মিনালের অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৩ হাজার ৫২৫
কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ৯ হাজার ৩৩৩ কোটি এবং সরকারি
তহবিল থেকে খরচ হবে ৪ হাজার ১৯২ কোটি টাকা।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর
আসলে সমুদ্রবন্দর নয়, এটি নদীবন্দর। কাজেই আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য
সমুদ্রবন্দর দরকার। এজন্য বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প
নেওয়া হচ্ছে। এর একটি আজ অনুমোদন পেলো। আরও একটি প্রকল্প নেওয়া হবে পাবলিক
প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে। সব মিলিয়ে এখানে চারটি টার্মিনাল
হবে এবং এটি মেগা প্রকল্প হবে। প্রকল্পটি যাতে দ্রুত শেষ হয় সেজন্য
নির্দেশনা দেওয়া হয়েছে।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হল- চট্টগ্রাম
মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প (১ম পর্যায়) এবং চট্টগ্রাম
পানি সরবরাহ উন্নয়ন। এছাড়া গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি
সহায়তা, তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খনন, বাংলাদেশ
ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের খনন সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ প্রকল্প।
বায়ুদূষণ পর্যবেক্ষণ যন্ত্রপাতি উন্নয়ন- বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার, জরুরি
প্রস্তুতি ও প্রতিক্রিয়া প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বিএডিসি
উন্নয়ন- বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার, জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া
প্রকল্প ও জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি-সেক্টর প্রকল্প
প্রভৃতি।