বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২
২২০ দিন পর পৃথিবীতে ফিরলেন ৩ নভোচারী
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১:২৬ এএম |


প্রায় সাড়ে সাত মাস পর (২২০ দিন) পৃথিবীর কক্ষপথে কাটানোর পর সফলভাবে পৃথিবীর মাটিতে অবতরণ করেছেন রাশিয়ার মহাকাশ বিজ্ঞানী অ্যালেক্সি অভচিনিন, ইভান ওয়াগনার ও যুক্তরাষ্ট্রের ডোনাল্ড পেটাইট।
রবিবার (২০ এপ্রিল) রাশিয়ার মহাকাশযান সইয়োজ এমএস-২৬ এ চড়ে কাজাখস্তানের জেজকাজান অঞ্চলে অবতরণ করেন। তারপর তাদের মেডিকেল পর্যবেক্ষণে নেওয়া হয়।
সফলভাবে তাদের মাটিতে অবতরণের এ সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’। সংস্থাটি তাদেরকে সফলতার জন্য অভিনন্দন জানায়।
এই তিন মহাকাশচারী ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মহাকাশে পৌঁছান। নাসার তথ্যমতে, সেখানে তারা পৃথিবীর কক্ষপথে থেকে পৃথিবীকে ৩ হাজার ৫২০ বার প্রদক্ষিণ করেন। এ আবর্তনে তারা প্রায় ১৫ কোটি ১৫ লাখ কিলোমিটার পথ পাড়ি দেন। তাদের মধ্যে ডোনাল্ড পেটাইট মহাকাশের কক্ষপথের থ্রি-ডি অর্থাৎ ত্রিমাত্রিক মডেল নিয়ে গবেষণা করেন। পাশাপাশি মহাকাশে পানি, সেনিটেশন, গাছের বৃদ্ধি ও আগুনের আচরণ নিয়ে গবেষণা করা হয়।
এবারের যাত্রায় ২২০ দিন কাটানোসহ ডোনাল্ড পেটাইট মোট চারবার মহাকাশ ভ্রমণে ৫৯০ দিন, অ্যালেক্সি অভচিনিনের চারবারে ৫৯৫ দিন ও ইভান ওয়াগনার দু’বারে ৪১৬ দিন মহাকাশে অতিবাহিত করেন। তারা যে মহাকাশযানে করে ফিরে আসেন, চলতি এপ্রিল মাসের শুরুতে সেটি নতুন করে রাশিয়ার দু’জন ও যুক্তরাষ্ট্রের একজন মহাকাশবিজ্ঞানী নিয়ে মহাকাশে স্টেশনে গিয়েছে।
দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নানান বিষয়ে দ্বন্দ্ব থাকলেও তারা মহাকাশ গবেষণায় একে অপরকে সহযোগিতা করে। তবে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ সহযোগিতা কমেছে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার সঙ্গে মহাকাশ গবেষণা না করার কথা জানায় এবং রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। সূত্র: আল জাজিরা













সর্বশেষ সংবাদ
কুমিল্লায় রেল লাইনের উপর ৩ যুবকের খণ্ডিত লাশ
ঘুম, নেশা নাকি ভাগ্য- কোনটি কেড়ে নিয়েছে এই তিন যুবকের প্রাণ?
সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে গোসলরত এক কিশোরের মৃত্যু
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স
কুমিল্লা শহরের পূর্বাংশে শুক্রবার ও পশ্চিমাংশে সোমবার দোকান বন্ধ রাখার নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় রেল লাইনের উপর ৩ যুবকের খণ্ডিত লাশ
ঘুম, নেশা নাকি ভাগ্য- কোনটি কেড়ে নিয়েছে এই তিন যুবকের প্রাণ?
কুমিল্লা শহরের পূর্বাংশে শুক্রবার ও পশ্চিমাংশে সোমবার দোকান বন্ধ রাখার নির্দেশনা
বুড়িচংয়ে বিএনপি’র কমিটি গঠন নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ
সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে গোসলরত এক কিশোরের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২