বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২
সৌদিতে অবৈধদের ধরতে অভিযান, ২০ হাজারের বেশি গ্রেফতার
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১:৩৯ এএম |


সৌদি আরবে অভিযান চালিয়ে ২০ হাজার ৬৬৮ জন অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের মধ্যে পরিচালিত সমন্বিত নিরাপত্তা অভিযানের সময় তাদেরকে ধরা হয়।
আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য এই অভিযান চালানো হয়েছে।
গ্রেফতারদের মধ্যে ১২ হাজার ৩৭২ জনকে ধরা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের জন্য। ৪ হাজার ৭৫০ জনকে ধরা হয়েছে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য। তাছাড়া ৩ হাজার ৫৬৬ জনকে শ্রম আইন অমান্য করার জন্য।
তাছাড়া এক হাজার ২৬৪ জন অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়ে। যার মধ্যে ৬১ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৬ শতাংশ ইয়েমেনি ও তিন শতাংশ অন্যান্য জাতীয়তার। অবৈধভাবে সীমান্ত দিয়ে বের হওয়ার সময় আরও ৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
দেশটিতে চলমান আইন প্রয়োগের প্রচেষ্টার অংশ হিসেবে ৩২ হাজার ৪১৭ জন ব্যক্তি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। যার মধ্যে ৩০ হাজার ৩৮ জন পুরুষ ও ২ হাজার ৩৭৯ জন নারী।
মোট ২৪ হাজার ৮১১ জন আইন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ২ হাজার ৯৩৬ জনকে ভ্রমণ বুকিং চূড়ান্ত করার জন্য বলা হয়েছে। তাছাড়া ১২ হাজার ২৩৫ জনকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে।
পাশাপাশি অবৈধভাবে বসবাসকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান প্রদানের অভিযোগে কর্তৃপক্ষ ২৭ জনকে গ্রেফতার করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের সহায়তা অর্থাৎ পরিবহন, আশ্রয় বা নিয়োগের ক্ষেত্রে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করার কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।
 












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় রেল লাইনের উপর ৩ যুবকের খণ্ডিত লাশ
ঘুম, নেশা নাকি ভাগ্য- কোনটি কেড়ে নিয়েছে এই তিন যুবকের প্রাণ?
সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে গোসলরত এক কিশোরের মৃত্যু
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স
কুমিল্লা শহরের পূর্বাংশে শুক্রবার ও পশ্চিমাংশে সোমবার দোকান বন্ধ রাখার নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় রেল লাইনের উপর ৩ যুবকের খণ্ডিত লাশ
ঘুম, নেশা নাকি ভাগ্য- কোনটি কেড়ে নিয়েছে এই তিন যুবকের প্রাণ?
কুমিল্লা শহরের পূর্বাংশে শুক্রবার ও পশ্চিমাংশে সোমবার দোকান বন্ধ রাখার নির্দেশনা
বুড়িচংয়ে বিএনপি’র কমিটি গঠন নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ
সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে গোসলরত এক কিশোরের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২