হোমনা
প্রতিনিধি: কুমিল্লার হোমনা পৌর সভার প্রধান সড়ক হোমনা - মুরাদনগর সড়কের
পৌর সভার অংশ খানাখন্দে বেহাল হয়ে পড়েছে। এতে করে উপজেলা সদরের স্কুল,
কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছে। অতি
জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি অধিকাংশ জায়গা বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চরম
জনদূর্ভোগের কবলে পড়েছে এ রাস্তায় চলাচল কারী যান বাহন ও জনসাধারণ।
সরজমিনে
গেলে দেখা যায়, হোমনা-মুরাদনগর আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না
হওয়ায় বিভিন্ন জায়গায় কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অনেক খানাখন্দের সৃষ্টি
হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকার কারনে রাস্তায়
চলাচলকারী যানবাহন ও সাধারণ জনগন সীমাহীন দূর্ভোগ সইতে হচ্ছে। বিশেষ করে
পৌর সভার অংশের রাস্তাটি একেবারেই বেহাল অবস্থা। এই রাস্তাটির দ্রুত
সংস্কারের জোর দাবি তুলেছেন পৌরবাসি।
এলাকাবাসি বাসি জানায় এ সড়ক
দিয়ে আছাদপুর, নিলখী, ঘারমোড়া, জয়পুর ও ভাষানিয়া ইউনিয়ন ছাড়াও মুরাদনগর ও
নবীনগর উপজেলার লোকজন উপজেলা সদরে হয়ে মেঘনা ও ঢাকায় যাতায়ত করে থাকেন।
রাস্তার এ বেহাল অবস্থার কারনে জনগণের মাঝে সরকারের উন্নয়ন অনেক নেতিবাচক
হয়ে দেখা দিয়েছে।
জানা যায়, ২০০২ সালে হোমনা সদর ইউনিয়ন ও ঘাগুটিয়া
ইউনিয়নের বাগমারা, নিলখী ইউনিয়নের কারারকান্দি, বাহেরখোলা ও মাথাভাঙ্গা
ইউনিয়নের গোয়ারীভাঙ্গা গ্রাম নিয়ে হোমনা পৌরসভা গঠিত হয়। ইতোমধ্যে ৩য়
মেয়াদে নির্বাচিত দুইজন মেয়র দায়িত্ব পালন করেছেন। পৌর সভায় সন্তোষজনক
রাজস্ব আদায় এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, স্যানিটেশন ও ড্রেনেজ ব্যবস্থা
উন্নয়নের ফলে পৌরসভাটি’ গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিভুক্ত হয়েছে। কিন্ত
সড়কটি সংস্কার না হওয়ায় পৌর সভার উন্নয়ন দৃশ্যমান হচ্ছে না।
২৪ 'র
জুলাই আগস্ট বিপ্লবের পর সহকারী কমিশনার ভূমি আহম্মদ মোফাচ্ছের পৌর
প্রশাসকের দ্বায়িত্ব পালন করছেন। জনস্বার্থে হোমনা -মুরাদনগর সড়কের পৌর
সভার অংশটুকু সিসি ঢালাই দ্বারা সংস্কারের দাবী জোরালো হচ্ছে।
কারারকান্দি
গ্রামের অটোচালক মো. হুমায়ুন কবির বলেন, পৌরসভার এ সড়কে ভাড়া নিয়ে যেতে
পারি না। ভাঙ্গা রাস্তার কারনে দশ মিনিটের সড়কে সময় লাগে আধা ঘন্টা।
ব্যাটারি চালিত অটো যখন তখন নষ্ট হয়ে যায়।
এদিকে ৩নং ওয়ার্ডের মো.
কাউসার আহমেদ মাষ্টার জানান গত ১৯/৩/২০২৫ ইং তারিখে পৌর সভার ৩ নং
ওয়ার্ডের জনগনের পক্ষে সড়কটি সংস্কার করতে দেরী হলে সাময়িক ভাবে পৌর
সভার অংশের সড়কটি উচু নিচু টিলাটি সমান করার জন্য লিখিত আবেদন করা হয়েছে।
পৌর প্রশাসক আমাদেরকে আশ্বস্ত করেছেন। কিন্ত এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা
হচ্ছে না।
এদিকে দ্বায়িত্ব প্রাপ্ত পৌর সভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর
উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আতিকুর রহমান জানান, সংস্কারের অভাবে
রাস্তাটি যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত এর মেরামতের
প্রয়োজন।
এ বিষয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ
মোফাচ্ছের জানান, হোমনা- মুরাদনগর রাস্তাটি সওজ বিভাগের। পৌরসভা অংশের ১
কিলোমিটার সিসি ঢালাইের কাজ হয়েছে। বাকিটুকু কার্পেটিং করার জন্য সওজ
বিভাগ টেন্ডার আহবান করার কথা। আমরা চেষ্ঠা করছি অন্তত পৌরসভা অংশটুকু
সিসি ঢালাই করতে। আবেদন পেয়েছি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কয়েক দিনের
সাময়িক ভাবে উচু নিচু টিলা সমান করে যান চলাচলের ব্যবস্থা করা হবে।