ফিলিস্তিনে
বর্বর ইসরাইলি গণহত্যা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে আজ
রবিবার (২০ এপ্রিল) বেলা ১১ ঘটিকার সময় কুমিল্লা জেলা ক্বওমী মাদ্রাসা
সংগঠনের উদ্যোগে কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা টাউন হল
মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ, মোগলটুলি,
ফৌজদারি মৌড় ও পুলিশ লাইন হয়ে কান্দিরপাড় পূবালী চত্বরে এসে মিছিলটি শেষ
হয়। মিছিলে জেলার বিভিন্ন এলাকার ক্বওমী মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা
ব্যানার-ফ্যাস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
মিছিল শুরুর পূর্বে টাউন হল মাঠে
আল্লামা নূরুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা
আবদুল কুদ্দুস, হাফেজ মাওলানা মুনীর হোসেন, হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ,
মাওলানা শামীম আহমেদ, মুফতি মাওলানা নাঈমুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন,
ইসরাইলের নির্মম হত্যাযজ্ঞের সহযোগী আমেরিকা আর ভারতের মুসলিম হত্যা ও
বিতর্কিত ওয়াক্ফ আইনের রচয়িতা মোদি সরকার। তারা ভারতকে নব্য ইসরাইল আখ্যা
দিয়ে অবিলম্বে ভারতকে বিতর্কিত ওয়াক্ফ আইন বাতিলের দাবি জানান। এসময় তারা
ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান।
কুমিল্লা জেলা কওমী মাদরাসা
সংগঠনের সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুস তাঁর বক্তব্য বলেন, ১৪শ বছর আগে
বিশ্ব নবী (স.) জিহাদের কথা বলে গেছেন। মুসলমানরা দয়া করে ইসরাইলিদের জায়গা
দিয়েছে। আজ তারাই ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে। বোমার আঘাতে
মানুষের মৃতদেহ আকাশে উড়ছে। যেহেতু বিশ্ব মুসলিম ফতোয়া বোর্ড জিহাদ ফরজ বলে
আহবান করেছে আমরা জেহাদের জন্য প্রস্তুত আছি। মুসলমানদের রক্ষায় যা করা
দরকার আমরা তা করবো।