প্রধানমন্ত্রী
ছিল একজন শেখ হাসিনা। তিনি যে কি বলতেন আমি নিজেই চেয়ে থাকতাম। উনি নাকি
দেশের প্রধানমন্ত্রী ছিলেন। কি বলতেন, কি-না বলতেন। ওনাকে কিছু বললেই তিনি
বলতেন আমার বাবার দেশ, আমার বাবার দেশ। তাহলে বাবার জমি আসলো কোত্থেকে।
পুরা দেশ নাকি তার বাবার ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে
প্রজা মনে করতেন। অন্যায় শেষ পর্যায়ে গেছেন। মানুষের প্রতি জুলুম নির্যাতন
চালিয়েছেন। গুম খুন ছাড়াও মিথ্যা মামলায় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের
হয়রানি করেছেন। দেশের বিভিন্ন ব্যাংকে লুটপাট চালিয়েছেন। এমন কোন অপকর্ম
করেননি শেখ হাসিনা এবং তার সরকার। আল্লাহর বিচার আল্লাহ এ দুনিয়াতে করেছেন।
অথচ পলানোর সময় দুপুরের ভাতটুকুও খেতে পারেননি।
শনিবার ২০ (এপ্রিল)
কুমিল্লা সদর উপজেলার ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি'র
কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী
আমিন-অর রশিদ ইয়াসিন এসব কথা বলেন।
কর্মী সম্মেলনে হাজী ইয়াছিন আরও
বলেন, আন্দোলনের পর দেশের ছাত্র, কৃষক ও জনতার একটি প্রত্যাশা আগামীর শাসন
হতে হবে সুশাসন। আমার দল বিএনপিও চায় আগামীর শাসন হবে সুশাসনের সরকার। আমরা
মনে প্রাণে বিশ্বাস করি আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুস্থ, সুন্দর সঠিক
নির্বাচন। দেশের প্রতিটি ভোটার তার নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ দলের
নেতাকর্মীরাও মনে করেন আগামীর নির্বাচনে বিপুল ভোটে বিএনপির সরকার গঠন
করবে।
তিনি আরও বলেন, প্রত্যেকটি ওয়ার্ডকে ঢেলে সাজাতে হবে যাতে করে
আগামী নির্বাচনে ভোটাররা বিএনপিকে আস্থাশীল দল হিসেবে গ্রহণ করে।
স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের বিএনপি দেশের মাটি ও মানুষের কাছে
একটি আস্থার রাজনৈতিক দল । এ দলের অনেক আদর্শ এবং নৈতিকতা রয়েছে আমাদেরকে
সেটা ধরে রাখতে হবে এবং আগামী নির্বাচনে সরকার গঠনের মাধ্যমে দেশের উন্নয়নে
অগ্রণী ভূমিকা রাখতে হবে।
ওয়ার্ড কর্মী সম্মেলনে এসময় আরও বক্তব্য
রাখেন, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ভিপি হাজী
জসীমউদ্দীন, কুমিল্লা সদর উপজেলার বিএনপি'র আহবায়ক রেজাউল কাইয়ুম, সদস্য
সচিব শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক মো. আনোয়ারুল
হক,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. মনিরুল ইসলাম ভূইয়া, কুমিল্লা
আদর্শ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহবায়ক
মো. আবুল হোসেন ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো সাদেকুল ইসলাম।