নেপালের
বিপক্ষে কাবাডি সিরিজ খেলতে গেছে বাংলাদেশ নারী দল। ললিতপুরে পরপর দুই
ম্যাচেই হেরেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। সোমবার দ্বিতীয় ম্যাচে
বাংলাদেশ তীব্র লড়াই করে হেরেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্বাগতিক
মেয়েরা জিতেছে ২৯-২২ পয়েন্টে। এ জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-০
ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নেপাল।
ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো
হলে অনুষ্ঠিত ম্যাচে আগের দিনের ছন্দ এই ম্যাচেও ধরে রাখে নেপালের
খেলোয়াড়রা। শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল তারা।
বাংলাদেশ দল
চেষ্টা করেছে ম্যাচে ভালো কিছু করার। দ্বিতীয় খেলায় ভালো গতি ছিল
বাংলাদেশের খেলোয়াড়দের। নেপাল এগিয়ে যেতে থাকলেও পয়েন্টের খোঁজে ছিল
বাংলাদেশও। তবে ১০ পয়েন্টে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। নেপালের
পয়েন্ট ছিল ১৮, বাংলাদেশের ৮।
দ্বিতীয়ার্ধে নেপালের চেয়ে বেশি পয়েন্ট
পেয়েছে বাংলাদেশ। ১৪ পয়েন্ট পেয়েছে শ্রাবণী, বৃষ্টিরা। আর নেপাল পেয়েছে ১১
পয়েন্ট। কিন্তু প্রথমার্ধে পিছিয়ে থাকায় হেরে খেলা শেষ করে বাংলাদেশ দল।
ম্যাচের
পর কোচ আরদুজ্জামান মুন্সী বলেছেন, ‘প্রথম ম্যাচে বাংলাদেশ ডিফেন্স ও
আক্রমণ দুই জায়গাতেই অনেক খারাপ করেছিল। এই ম্যাচে অবশ্য ডিফেন্স অনেক ভালো
করেছে। আশা করছি সামনের ম্যাচগুলোতে আমরা আরো ভালো করব।’ মঙ্গলবার একই
ভেন্যুতে হবে সিরিজের তৃতীয় ম্যাচ।