কুবি প্রতিনিধি:
কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের 'এ' ও
'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার (১৯ এপ্রিল)। খোঁজ
নিয়ে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে ফলাফল প্রকাশিত হবে।
সোমবার
(২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়
ভর্তি কমিটির সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত
দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, আগামীকাল
(মঙ্গলবার) আমরা ফলাফল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের 'সি' ইউনিটের
রেজাল্ট তৈরী হয়ে গেছে। আজকে সকালে বিদ্যুত ছিলো না। তবে এখন 'এ' ইউনিটের
রেজাল্ট তৈরির কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক
প্রথম বর্ষের 'সি' ইউনিটে ১২টি কেন্দ্র ৯ হাজার ৯শত ৫২ জন পরীক্ষার্থীর
বিপরীতে উপস্থিতি ছিলো ৭হাজার ৬শত ৪৬জন এবং 'এ' ইউনিটে ৩০ টি কেন্দ্রে ৩২
হাজার ৬ শত ৫৮ জন শিক্ষার্থী বিপরীতে উপস্থিত ছিলো ২১ হাজার ৯ শত ৯৯জন।