আন্তদেশীয়
বিতর্ক প্রতিযোগিতায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বিতর্ক দল
বিশেষ সাফল্য অর্জন করেছে। এ মাসের দ্বিতীয় সপ্তাহে ফিলিপাইনের রাজধানী
ম্যানিলায় অনুষ্ঠিত চার দেশের বিশ^বিদ্যালয় ছাত্রদের এ প্রতিযোগিতায় ২২টি
টিমের মধ্যে সিসিএন তৃতীয় রানার আপ হয়েছে।
এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের
বিশ^বিদ্যালয় এসোসিয়েশন আয়োজিত এ ডিবেট প্রতিযোগিতায় ফিলিপাইন, বাংলাদেশ,
ভারত ও ইন্দোনিশিয়ার ১২টি বিশ^বিদ্যালয়ের ২২টি টিম অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন
হয় ফিলিপাইনের রিজান টেকনোলজি বিশ^বিদ্যালয়। দ্বিতীয় রানার আপ হয়
বাংলাদেশের অপর অংশ নেয়া টিম ডেফোডিল ইন্টারন্যাশনাল বিশ^বিদ্যলয়। সিসিএন
বিশ^বিদ্যালয়ের পক্ষে যে সব ছাত্ররা অংশগ্রহণ করে তারা হলেন মাহির তাজুয়ার
আকাশ (সিএসসি), তাহফিমুুন ইসলাম স্বপ্ন (বিবিএ), আরাফাত কবির (সিভিল
ইঞ্জিনিয়ারিং), দলের কোচের দায়িত্বে ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান মনির
হোসেন। উল্লেখ্য, দেশের বাইরে কোনো প্রতিযোগিতায় সিসিএন ছাত্রদের এটাই
প্রথম অংশগ্রহণ। তাৎক্ষণিক বিষয়ে তাৎক্ষণিক ভাবে ইংরেজি ভাষায় ছাত্রদের
অংশগ্রহণ করতে হয়েছে।