শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২
মডেল উপজেলা প্রতিষ্ঠায় লালমাইয়ে এলজিইডির নিরাপত্তা কর্মশালা
প্রদীপ মজুমদার:
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১:১৫ এএম |


মডেল উপজেলা প্রতিষ্ঠায় কুমিল্লার লালমাইয়ে মহাপরিকল্পনা প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে শেলটেক কনসালটেন্টস (প্রা.) লিমিটেড এর সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালায় উন্নয়ন সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
উপজেলা প্রকৌশলী সাবরিন মাহফুজ এর সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মজিদের সঞ্চালনায় কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু, বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল করিম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনায়েত হোসেন, বেলঘর দক্ষিণ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহআলম,লালমাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল ও  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলার আহবায়ক আব্দুল্লাহ আল নোমান। 
কর্মশালায় লালমাই উপজেলায় অবকাঠামো উন্নয়ন, বিশেষ মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রস্তাবনা রেখে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে স্লাইড প্রদর্শন করেন শেলটেক কনসালটেন্টস (প্রা.) লিমিটেডর ইউটিএমআইডিপির টিম লিডার খন্দকার নিয়াজ রহমান, সিনিয়র কনসালটেন্ট (ট্রান্সপোর্টেশন) ড. মো: নুরুল হাসান। 
এছাড়া আরও উপস্থিত ছিলেন শেলটেকের ট্রান্সপোর্ট প্রকৌশলী সাদিয়া আফরোজ, নগর পরিকল্পনাবিদ রওনক আল মোতাকাব্বির চৌধুরী, সহকারী নগর পরিকল্পনাবিদ আব্দুল্লাহ আল রাকিব, সামিউল ইসলাম সিয়াম, সাঈফুর রহমান সান।
উল্লেখ্য যে, লালমাই উপজেলায় মহাপরিকল্পনা প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২০২৩ সালের ডিসেম্বর থেকে গতবছরের জুলাই পর্যন্ত সরেজমিনে ৪ জন পরিকল্পনাবিদ, ২০ জন সার্ভেয়ার ও ঢাকাস্থ শেলটেকের প্রধান কার্যালয়ে ৩ জন পরিকল্পনাবিদ, ৫ জন অ্যানালিস্ট ও ১১ জন পরামর্শকের সমন্বয়ে জরিপ কাজ পরিচালনা করা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ওসমান হাদির মাথায় গুলি
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
দুর্বৃত্তরা আগে থেকেই অনুসরণ করছিল হাদিকে, প্রচারণায়ও যুক্ত ছিল
গুলি এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায় অন্য দিক দিয়ে
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় দিবসের টোকেন মানি নিচ্ছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন
ওসমান হাদির মাথায় গুলি
তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২