বশিরুল
ইসলাম: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ের কৃষি উন্নয়ন উৎপাদনশীলতা এবং
বৈচিত্রকরণ অর্থায়ন প্রকল্পের (এসএমএপি) আওতায় প্রযুক্তিগত সহায়তা সেবায়
(টিএসএস) বিএম বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল (মঙ্গলবার)
কুমিল্লা কৃষি গবেষণা ইনস্টিটিউট নোয়াপাড়ায় এনজিও আশা’র সার্বিক সহযোগীতায়
এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ও আলোচনা করেন কুমিল্লা জেলা
সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা রেজা শাহবাজ হাদী, কুমিল্লা আঞ্চলিক কৃষি
বিপণন কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ হায়দার হোসেন। মতবিনিময় ও
আলোচনা সভায় বক্তারা জেলায় উৎপাদিত কৃষি পন্য বিপণনের মার্কেট লিংকেজ
কার্যক্রম ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা উন্নয়নের বৃদ্ধিতে প্রযুক্তির
সম্ভাবনা ও ব্যবহার সম্পর্কে আলোচনা করেন। কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি
গবেষণার উদ্ভাবিত নতুন ও আধুনিক জাত, প্রযুক্তির সম্ভাবনা ও ব্যবহারের
প্রশিক্ষক হিসাবে অংশগ্রহন, বায়োগ্যাস, ভার্মি কম্পোস্ট ও মাশরুম সম্পর্কিত
এবং কৃষি বিষয়ক বিভিন্ন ওয়েব সাইট ও কৃষি সার্কুলার, এসএসপি বার্ষিক
পরিকল্পনা বাস্তবায়ন, তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি, বিভিন্ন
রিপোর্ট এবং মনিটরিংয়ে প্রাপ্ত বিষয়সমূহ সংশোধন প্রসঙ্গে আলোচনা করেন।
এসময়
আরো উপস্থিত আশা কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (কৃষি) মো: খুরশীদ
আলম, একাউন্টস জু. এডি সুবেগ দাস, সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো:
আব্দুল হামিদ, জেলার এসডিএম মো: কাউছারুল ইসলাম, অনুষ্ঠানে সার্বিক
সহযোগীতায় ছিলেন, সদর ব্রাঞ্চের মো: আওলাদ হোসেন, টেকনিক্যাল অফিসার মো:
মনজুরুল ইসলাম।