বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২
আ.লীগকে নিষিদ্ধ করতে কোনও আইনের প্রয়োজন নেই: এনসিপি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০:৪০ পিএম |

আ.লীগকে নিষিদ্ধ করতে কোনও আইনের প্রয়োজন নেই: এনসিপিজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনও আইনের প্রয়োজন নেই। কারণ জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পতন আইন মেনে হয়নি। সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ ভূমিকায় ফ্যাসিস্ট এ দলটিকে নিষিদ্ধ করা সম্ভব।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৃহত্তর শাহবাগ জোনের উদ্যোগে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণহত্যার বিচার দাবিতে আয়োজিত প্রতিবাদী মশাল মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।


মিছিলে মতিঝিল, রমনা, পল্টন ও শাহবাগ এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মশাল নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন নিজাম, জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় নেতা অরণ্য দূতি চৌধুরী, দক্ষিণ অঞ্চলের সংগঠক আতাউল্লাহ, ফয়সাল আহমেদ শান্ত, দক্ষিণ অঞ্চলের যুগ্ম সংগঠক জাকির হোসেন, পল্টন থানার প্রতিনিধি শিবলী নোমান ও শাহবাগ থানার প্রতিনিধি ফখরুল ইসলাম।

মাহবুব আলম প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগ এখনও কীভাবে মিছিল করতে পারে? এ নিয়ে অবশ্যই প্রশাসনের দায়বদ্ধতা রয়েছে। তিনি বলেন, নির্বাচন আমরাও চাই। তবে তার আগে সংস্কার সম্পন্ন করতে হবে। অন্যথায়, আগের মতো পেশিশক্তির ভোট হবে। জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।

আরেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি ঢাকার অলিগলিতে থাকবে। কোনোভাবেই খুনিদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। আগামী নির্বাচনে এনসিপির নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারা দেবেন। জনগণের ভোটে সরকার গঠন করবে।

তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাতে হবে। তাহলে বুঝবো, পুলিশ প্রশাসন ফ্যাসিবাদের বিপক্ষে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কুয়েটের ভিসিকে না সরালে কুয়েট অভিমুখে লংমার্চ করা হবে।

যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, আওয়ামী লীগ নিয়ে সরকার নতজানু আচরণ করছে। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কুসুম কুসুম বিরোধিতা করছে। তারেক রহমানকে স্পষ্ট করতে হবে—আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান কিনা। এ ব্যাপারে কোনও টালবাহানা চলবে না।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় রেল লাইনের উপর ৩ যুবকের খণ্ডিত লাশ
ঘুম, নেশা নাকি ভাগ্য- কোনটি কেড়ে নিয়েছে এই তিন যুবকের প্রাণ?
সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে গোসলরত এক কিশোরের মৃত্যু
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স
কুমিল্লা শহরের পূর্বাংশে শুক্রবার ও পশ্চিমাংশে সোমবার দোকান বন্ধ রাখার নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় রেল লাইনের উপর ৩ যুবকের খণ্ডিত লাশ
আ.লীগকে নিষিদ্ধ করতে কোনও আইনের প্রয়োজন নেই: এনসিপি
বুড়িচংয়ে বিএনপি’র কমিটি গঠন নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ
কুমিল্লা শহরের পূর্বাংশে শুক্রবার ও পশ্চিমাংশে সোমবার দোকান বন্ধ রাখার নির্দেশনা
মৎস্যজীবী লীগের সভাপতি গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২