সিলেটে
জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে
বাংলাদেশ। এরপরই দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
যেখানে তিন বছর পর আন্তর্জাতিক টেস্ট দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। এ
ছাড়া এখনও টেস্টে অভিষেক না হওয়া স্পিনার তানভীর ইসলামও স্কোয়াডে রয়েছেন।
আজ
(বুধবার) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের
দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেই ম্যাচে আগামী ২৮
এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক
জহুর আহমেদ) মুখোমুখি হবে দুই দল।
আগের ম্যাচের দলে যে একটি পরিবর্তন
আসছে সেটি আগেই ধারণা করা হয়েছিল। কারণ নাহিদ রানা এই ম্যাচ খেলেই
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে চলে যাবেন। তার জায়গায় দলে নেওয়া হয়েছে
স্পিনার তানভীরকে। এ ছাড়া প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি ওপেনার
জাকির হাসানের। আসন্ন টেস্টে তার পরিবর্তে ডাক পেয়েছেন বিজয়। যিনি
সাম্প্রতিক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ফর্মে আছেন।
এই
টেস্ট দিয়ে দীর্ঘ তিন বছর পর টেস্ট দলে ফিরলেন বিজয়। এ ছাড়া জাতীয় দলে ডাক
পেলেন এক বছর পর। এই উইকেটরক্ষক ব্যাটার সর্বশেষ ২০২৪ সালের মার্চে
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন। এর আগে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫টি
টেস্ট খেলে করেন ১০০ রান। এ ছাড়া ৪৯ ওয়ানডেতে ১৩৫২ এবং ২০ টি-টোয়েন্টিতে
৪৪৫ রান করেছেন বিজয়। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি
হিসেবে ৫০তম সেঞ্চুরি করেন।
অন্যদিকে, নতুন করে ডাক পাওয়া তানভীর এখন
পর্যন্ত কেবল ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে তার শিকার ২
উইকেট। তবে এখনও ওয়ানডে কিংবা টেস্টে অভিষেক হয়নি এই বাঁ-হাতি স্পিনারের।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল
হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক,
মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান
মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।