বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২
খালের ওপরে গড়ে তোলা বাড়ি ভেঙে দিল ডিএনসিসি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১:২৬ এএম |



ঢাকার মোহাম্মদপুরে খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা একটি দোতলা ভবন গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি।
এছাড়া আরেকটি তিনতলা ভবনের আংশিক ভেঙে দেওয়া হয়েছে। অভিযানে ৫টি টিনের ঘরও ভাঙা হয়েছে।
বুধবার সকালে বছিলা এলাকায় হাইক্কার খালে দখলদার উচ্ছেদে অভিযান চালায় ডিএনসিসি। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, ফারজানা খানম এবং মো. শাহীদুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া অভিযান চলে বেলা সাড়ে চারটা পর্যন্ত।
অভিযানের বিষয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ সাংবাদিকদের বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর এই খাল পরিদর্শনে এসে দেখতে পান খালে বালু ভরাট করা হয়েছে। খালে অনেকগুলো স্থাপনা হয়ে গেছে। স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিলে দখলদাররা জানায়, সেগুলো খালের মধ্যে পড়েনি।
“তারা চ্যালেঞ্জ করেছিল। পরে আমাদের সার্ভেয়ার এবং তাদের সার্ভেয়ার যৌথভাবে জরিপ করেছে। এতে দেখা গেছে, একটি দোতলা বাড়ি, একটি তিনতলা বাড়ি এবং মসজিদের একটি অংশসহ বেশ কয়েকটি টিনের ঘর খালের সীমানায় পড়েছে।”
মোহাম্মদ এজাজ বলেন, ধর্মীয়, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং এক সময় বঙ্গবন্ধুর নামে ক্লাব বানিয়ে ঢাকার খাল, জলাধার ও গণপরিসর দখল করা হয়েছে।
“যারা এখনো সরকারি খাল-বিল দখল করে নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, তাদের সময় শেষ। যারা সরকারি জমি, খাস জমি দখল করে স্থাপনা বানিয়ে ভোগদখল করছেন, তাদের বলে দিচ্ছি, ঘুম থেকে জেগে দখল করা জায়গাটা ছেড়ে দিতে হবে। আজকের উদাহরণ শিক্ষা নিয়ে আপনারা নিজ দায়িত্বে এগুলো সরিয়ে নিন। না হলে বিপদ হবে।”













সর্বশেষ সংবাদ
কুমিল্লায় রেল লাইনের উপর ৩ যুবকের খণ্ডিত লাশ
ঘুম, নেশা নাকি ভাগ্য- কোনটি কেড়ে নিয়েছে এই তিন যুবকের প্রাণ?
সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে গোসলরত এক কিশোরের মৃত্যু
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স
কুমিল্লা শহরের পূর্বাংশে শুক্রবার ও পশ্চিমাংশে সোমবার দোকান বন্ধ রাখার নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় রেল লাইনের উপর ৩ যুবকের খণ্ডিত লাশ
ঘুম, নেশা নাকি ভাগ্য- কোনটি কেড়ে নিয়েছে এই তিন যুবকের প্রাণ?
কুমিল্লা শহরের পূর্বাংশে শুক্রবার ও পশ্চিমাংশে সোমবার দোকান বন্ধ রাখার নির্দেশনা
সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে গোসলরত এক কিশোরের মৃত্যু
বুড়িচংয়ে বিএনপি’র কমিটি গঠন নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২