কুমিল্লায়
ছাত্রীদের স্বাস্থ্য সচেতনায় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ এপ্রিল
কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রোগ্রাম
অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান
শিক্ষিকা রাশেদা আক্তার, সহকারী প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম। এসময় আরো
উপস্থিত ছিলেন সালমা পারভীন চৌধুরী, নিলুফা বেগম, ও মোহাম্মদ মঞ্জুরুল
আহসান। জীপ চট্টগ্রাম জোন লিডার প্রবাল রহমান, দুইজন কো-জোন লিডার সাকাওয়াত
দিহান ও নুসরাত জাহান মনিরা।
এছাড়াও কুমিল্লা জেলা লিডার ইসরাত জাহান
ইরা এবং জিপ চট্টগ্রাম ভলেন্টিয়ার জোবেদা আক্তার, প্রিয়াংকা দত্ত, বৃষ্টি,
ফৌজিয়া, সাবেরা, মারিয়া। তাদের সার্বিক সহযোগীতায় প্রোগ্রামটি সফলভাবে
সম্পন্ন হয়।
প্রোগ্রামটি দুটি সেশনে সম্পন্ন করা হয়। প্রোগ্রামে প্রায়
পাঁচ শতাধিক ছাত্রী অংশ নেয়। জাতীয় সংগীত দিয়ে প্রোগ্রামটি শুরু হয়ে
ভ্রমনকন্যাদের চলমান প্রজেক্ট। ঢাকাতে মেয়েদের থাকার ব্যবস্থা, সাতার
প্রশিক্ষন, ড্রাইভিং প্রশিক্ষন, কারাতে প্রশিক্ষন দেওয়া হয়। এছাড়াও
ওয়ার্কশপের আলোচ্য বিষয় ছিল বাংলাদেশ ও পরিবেশ বিষয়ক সচেতনতা, বাংলাদেশের
পর্যটন কেন্দ্র নিয়ে, বয়ঃ সন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা,গুড টাচ ও ব্যাড
টাচ সম্পর্কে শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীদের আত্মরক্ষা বিষয়ক
সচেতনতা, জেন্ডার ইক্যুইটি নিয়ে। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা এবং
পুরষ্কার প্রদান করে। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান নবম শ্রেনীর মানবিক
বিভাগের ছাত্রী।