নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা শহরে সপ্তাহে দেড় দিন দোকানপাঠ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। শ্রম আইন অনুযায়ী এই সাপ্তাহিক বন্ধ প্রতিপালন করতে কুমিল্লা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ অনুরোধ জানিয়েছে।
অনুরোধে বলা হয়েছে, কুমিল্লা শহরের পদুয়ার বাজার বিশ^রোড থেকে ফৌজদারি রোডের পূর্বাংশ অর্থাৎ চাপাপুর রোড, মনোহরপুর রোড, চকবাজার রোড এলাকার দোকান প্রতি সপ্তাহে শুক্রবার বন্ধ থাকবে।
আর কুমিল্লা শহরের পদুয়ার বাজার বিশ^রোড থেকে ফৌজদারি রোডের পশ্চিমাংশ অর্থাৎ কান্দিরপাড় গোল চত্বর থেকে রানীর বাজার রোড, বাদুরতলা রোড, রেইস কোর্স, শাসনগাছা ক্যান্টমেন্ট এলাকার দোকান সপ্তাহে প্রতি সোমবার বন্ধ থাকবে।
শ্রম আইনের এই বিধান প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল দোকান মালিকদেরকে অনুরোধ করেছে কুমিল্লার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
বাংলাদেশের শ্রম আইন ২০০৬ এর ১১৪ ধারার বিধান মতে অব্যাহতিপ্রাপ্ত দোকান ব্যতিত সকল দোকান বা বাণিজ্য প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান সপ্তাহে দেড় দিন সম্পূর্ণ বন্ধ রাখার কথা রয়েছে।