আগামী
মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা এইচপি
(হাই-পারফরম্যান্স) দল। সেই সিরিজের আগে বাংলাদেশ এইচপির সব বিভাগেই কোচিং
স্টাফ নিয়োগ দিয়েছে বিসিবি। ইতোমধ্যে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন
ডেভিড হেম্প। নিশ্চিত হয়েছে পেস বোলিং কোচ কলি কলিমোরের নামও।
স্পিন
বোলিং কোচ হিসেবে কিছুদিন আগে নিয়োগ পেয়েছেন আরশাদ খান। তবে বাকি ছিল
ব্যাটিং কোচের পদটি। হান্নান সরকার নাকি রাজিন সালেহ কে নেবেন এই দায়িত্ব, এ
নিয়ে চলছিল বিস্তর আলোচনা। অবশেষে জানা গেল এইচপির ব্যাটিং কোচ হিসেবে
নিয়োগ পেলেন রাজিন সালেহ। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি
সূত্র।
আগামী ২৮ এপ্রিল এইচপির চেয়ারম্যান মাহবুবুল আনাম পুরো কোচিং
প্যানেলের সঙ্গে বসবেন বলে জানা গেছে। দক্ষিণ আফ্রিকা এইচপি দলের সঙ্গে
সিরিজের আগে ৪ মে থেকে শুরু হবে অনুশীলন। সেই সিরিজের দলে থাকা ক্রিকেটাররা
অনুশীলনে যোগ দেবেন। এরপর সিরিজ শেষে ১০ জুন থেকে এইচপির ক্যাম্প পুরোদমে
শুরু হবে। সারা বছর জুড়েই চলমান থাকবে এইচপির কার্যক্রম।
প্রসঙ্গত,
রাজিন সালেহ এর আগে ডিপিএল, বিপিএল, এনসিএলসহ দেশের সকল ঘরোয়া লিগে কাজ
করেছেন কোচ হিসেবে। এইচপির ব্যাটিং কোচ হিসেবে আগেও কাজ করার অভিজ্ঞতা
রয়েছে তার। এমনকি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ
হিসেবেও।