শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২
রবিনের আফসোস ছাপিয়ে জয় পেল ব্রাদার্স
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২:৩৩ এএম আপডেট: ২৫.০৪.২০২৫ ১:৩০ এএম |


 রবিনের আফসোস ছাপিয়ে জয় পেল ব্রাদার্স

যে কোনো সংস্করণের ক্রিকেটে সেঞ্চুরি বাড়তি প্রেরণা দিয়ে থাকে ক্রিকেটারদের। তবে সেই ম্যাজিক ফিগার পেতে খুব কাছে গিয়ে যখন ছুয়ে দেখতে পারেন না তখন আফসোসের সীমা থাকে না। ২ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়তে হলো মাহফিজুল ইসলাম রবিনকে। 
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ বৃহস্পতিবার ছিল রেলিগেশান ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন এবং পারটেক্স ইউনিয়ন। ব্রাদার্স এদিন ১১৩ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে পারটেক্সের বিপক্ষে। 
শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৯৪ রান করে ব্রাদার্স। দলের হয়ে শুরুটা বেশ ভালো করেছিলেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন এবং মাইশুকুর রহমান। তবে ব্যক্তিগত ৫০ রান করে মাইশুকুর বিদায় নিলেও বড় রানের দিকে এগোতে থাকেন রবিন। যদিও শেষ পর্যন্ত সেঞ্চুরি বঞ্চিত হন রবিন, ব্যক্তিগত ৯৮ রানে থাকা অবস্থায় বিদায় নেন এই ওপেনার। এরপর দলের হাল ধরেন মিজানুর রহমান (৪২) এবং আইচ মোল্লা (৪৮)।
বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পারটেক্স। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ওপেনার আদিল কিছুটা লড়াই করে গেছেন। শেষ দিকে আহরার আমিন পিয়ান করেন ৩৩ রান। এরপর আদিল ফিরে যান ৮৫ রান করে। ব্রাদার্সের হয়ে ৩টি করে উইকেট সংগ্রহ করেন অলোক কপালি এবং রাকিবুল আতিক।














সর্বশেষ সংবাদ
মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ
স্বামীই বালিশ চাপায় হত্যা করে স্ত্রীকে!
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় নবজাতকের মরদেহ
বুড়িচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
এবার বিএনপি সরকারে আসলে মানুষ স্বর্ণযুগ ফিরে পাবেন-হাজী ইয়াসিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড
কুমিল্লা শহরের পূর্বাংশে শুক্রবার ও পশ্চিমাংশে সোমবার দোকান বন্ধ রাখার নির্দেশনা
ঘুম, নেশা নাকি ভাগ্য- কোনটি কেড়ে নিয়েছে এই তিন যুবকের প্রাণ?
কুমিল্লায় রেল লাইনের উপর ৩ যুবকের খণ্ডিত লাশ
মৎস্যজীবী লীগের সভাপতি গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২