প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২:৪২ এএম আপডেট: ২৫.০৪.২০২৫ ১:৩১ এএম |

নিজস্ব প্রতিবেদক।।
মোহাম্মদ
রাসেল মাহাবুব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করায় আওয়ামী লীগের
দুঃশাসনের হাত থেকে রক্ষা পায়নি বলে দাবি করেন তিনি। বাবা মুক্তিযোদ্ধা
হওয়ার পরও তাকে এবং তার পরিবারকে পোহাতে হয় চরম অন্যায় এবং অত্যাচার।
মোহাম্মদ
রাসেল মাহাবুব দাবি করে বলেন, ছাত্র জীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী
ছাত্রদল বিএনপি’র রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার মামা মোহাম্মদ
মোজাম্মেল হকের হাত ধরে তিনি এবং তার পরিবারের সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী
দলের রাজনীতির সাথে ওতোপ্রোত ভাবে জড়িত হোন। যা তাদের জীবনে কাল হয়ে আসে।
আওয়ামী দুঃশাসনের আমলে ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত অত্যন্ত নিষ্ঠার সাথে
রাসেল ও তার পরিবার বাগিচাগাঁও ডায়াবেটিক হাসপাতলের ভিতরে ওষুধের ব্যবসা
পরিচালনা করে আসছেন। একদিন দুপুরে তিনি দোকানে রোগীদের ওষুধ দিচ্ছিলো ঠিক
এমন সময় তাকে ও তার বাবাকে তৎকালীন সেক্রেটারির রুমে ডেকে নিয়ে ১৫-২০ জন
অস্ত্রধারী মারধর করে এবং তার বাবার কাছ থেকে জোর পূর্বক দোকান দখলে নেয়।
তার বাবাসহ তাকে এলাকা ছেড়ে অন্যথায় চলে যেতে, তা না হয় মেরে ফেলার হুমকি
দেয়ায়। ওই সময় তাদের দোকানে ওষুধ ছিলো প্রায় ৪৫-৫০ লাখ টাকার, আর রোগীদের
মাঝে বাকী ছিলো ১ লাখ ৮০ হাজার টাকা। ওষুধ কোম্পানীগুলোর মাঝে বকেয়া বিল
ছিলো প্রায় ২৭ লাখ টাকা। যা এখনো তিনি ও তার পরিবার পরিশোধ করছেন। তখন
দুস্কৃতিকারীদের পক্ষ থেকে বলা হয় তিনি ও তার পরিবার বিএনপি ত্যাগ করতে
পারে তাহলে তারা বিবেচনা করবে। কিন্তু তিনি জোর গলায় বলে তার রক্তে বিএনপি
ছাড়া আর কোন কিছু নাই।
রাসেল দাবি করেন, তিনি এবং তার পরিবার কোনদিন
কোন ধরনের রাজনৈতিক কোন সুযোগ সুবিধা নেয়নি। তিনি সমাজের কাছে ন্যায়বিচার
প্রার্থনা করেন।