শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২
চৌদ্দগ্রামে পরীক্ষাকেন্দ্রের হল সুপারসহ ৪ জনকে অব্যাহতি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২:৪২ এএম আপডেট: ২৫.০৪.২০২৫ ১:৩১ এএম |


  চৌদ্দগ্রামে  পরীক্ষাকেন্দ্রের হল  সুপারসহ ৪ জনকে অব্যাহতিচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষাকেন্দ্রে নীতিমালা প্রতিপালনে ব্যতয়ের অভিযোগে ১ জন হল সুপার ও ৩ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। 
জানা গেছে, এসএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ও অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসন পরীক্ষা শুরু প্রথম দিন থেকেই কঠোর ভুমিকা পালন করছে আসছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে ব্যতয় ঘটায় মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের হল সুপার ও ১জন কক্ষ পরিদর্শক এবং যশপুর সুফিয়া খাতুন মহিলা ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ২ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন উপস্থিত ছিলেন। এরআগে মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রের পাশে কোচিং সেন্টার খোলা রাখায় ৩জন খন্ডকালিন শিক্ষককে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ বছরে চৌদ্দগ্রামে মন্ত্রীর কেন্দ্র, সচিবের কেন্দ্র ও চেয়ারম্যানের কেন্দ্র বলে প্রচার করে পাশের হার বাড়াতে এসএসসি ও দাখিল পরীক্ষায় গাইড বই দেখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া এমসিকিউ শিক্ষকরাই বলে দিতো বলে অভিযোগ দীর্ঘদিনের। এমন অভিযোগের প্রেক্ষিতে চলতি বছর নকল রোধ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ইউএনও মোঃ জামাল হোসেন কঠোর পদক্ষেপ নেয়ায় ধন্যবাদ জানিয়েছে সচেতন মহল।














সর্বশেষ সংবাদ
কুমিল্লা শহরজুড়ে অস্ত্র হাতে কিশোর গ্যাং গ্রুপের মহড়া
সরকার এনসিপি’কে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মূল্যায়ন করছে
সন্তানের ব্যাগ কাঁধে বাবাদের অপেক্ষা
জব্বারের বলী খেলায় এবারও ‘বাঘা শরীফের’ বাজিমাত
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জব্বারের বলীখেলায় ফের চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
গ্রেপ্তারের ২ মাস পর বরখাস্ত হলেন কুমিল্লার সাবেক এএসপি তানভীর
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
স্বামীই বালিশ চাপায় হত্যা করে স্ত্রীকে!
কুমিল্লা শহরজুড়ে অস্ত্র হাতে কিশোর গ্যাং গ্রুপের মহড়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২