নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে
ব্যবসায়ীদের সঙ্গে অনলাইনে দাখিলপত্র দাখিল নিয়ে আজ বৃহস্পতিবার সকালে
ভ্যাট অফিসের সম্মেলন কক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লা সিটি
করপোরেশনের আওতাধীন ব্যবসায়ী, বড় বড় শপিং সেন্টার ও মার্কেটের ব্যবসায়ী
প্রতিনিধিরা অংশ নেন।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার
কমিশনার মো. মাহফুজুল হক ভূঁঞার সভাপতিত্বে ওই কর্মশালা হয়। এতে বক্তব্য
রাখেন অতিরিক্ত কর কমিশনার মির্জা সহিদুজ্জামান, যুগ্ম কমিশনার মো. পায়েল
পাশা ও যুগ্ম কমিশনার স্নিগ্ধা বিশ^াস , যুগ্ম কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা
ফাহাদ আল ইসলাম।
আয়োজকেরা জানিয়েছেন, অনিবন্ধিত প্রতিষ্ঠান নিবন্ধন ও
অনলাইনে রিটার্ন দাখিলে নেতৃবৃন্দের সহায়তা কামনা করে‘ নিজ নিজ রিটার্ন
নিজে দেই’ মর্মে উদ্বুদ্ধকরণ ছিল অনুষ্ঠানের মূল ফোকাস। পাইকারি ও খুচরা
ব্যবসায়ীবৃন্দ সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে নিবন্ধন বৃদ্ধিতে অঙ্গীকার
করেন। অনলাইনে নিজে নিজে রিটার্ন দাখিলের সক্ষমতা বৃদ্ধির জন্য আগামী
সপ্তাহে দোকান মালিক সমিতির অংশীজনদেরকে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু
করা হবে বলে সিদ্ধান্ত হয়। ক্রমান্বয়ে সবাইকে প্রশিক্ষণ কর্মশালার আওতায়
আনা হবে।
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির
সভাপতি আবদুর রহমান, সাত্তার খান কমপ্লেক্সেও সভাপতি সামসুল হাসান বকুল,
চৌরঙ্গী শপিং সেন্টারের এনামুল হক ও এনায়েত উল্লাহ, খন্দকার হক টাওয়ারের
সভাপতি আনিছুর রহমান, হার্ডওয়ার সমিতির মো. ওমর ফারুক, জমজম টাওয়ারের
হাবিবুর রহমান, নিউমার্কেটের আবুল কালাম আজাদ,ব্যবসায়ী দেলোয়ার হোসেন
চৌধুরী বাদল, আমিনুল ইসলাম, রোম্মান হোসেন, মহিনুল হোসেন, আবদুল জলিল, সজল
কুমার চন্দ, মো. মাহফুজ, মো. সুমন মিয়া, আতাউল ইসলাম, মোস্তফা কামাল,
মোক্তার হোসেন,জাকির হাসান, মোহাম্মদ আবদুর রাজ্জাক, এস কে রহমান জনি, এম এ
তাহের, কাউছার আলম, মো. আলী. প্রমুখ।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট
কমিশনারেট কুমিল্লার কমিশনার মো. মাহফুজুল হক ভূঁঞা বলেন, ব্যবসায়ীদেরকে
দেশের কল্যাণে ভ্যাট দিতে হবে। নিজে নিজেই তাঁরা অনলাইনে রিটার্ন দিতে
পারবেন। কুমিল্লা নগরের ব্যবসায়ী, দোকানদার সবাই সহজে যেন ভ্যাট দিতে পারেন
সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই কর্মশালা। অনলাইনে খুব সহজে কাজটি করা
যাবে। এটা নিয়ে কোন ধরণের ভয় নেই। এই ধরণের কর্মশালা অব্যাহত থাকবে। তাহলে
সবাই মিলে দেশের উন্নয়নকে গতিশীল করতে পারব।