শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২
রাষ্ট্রসংস্কারে রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা নিয়ে
কুমিল্লায় সুজনের গোলটেবিল বৈঠক
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১:১৩ এএম আপডেট: ২৫.০৪.২০২৫ ১:৩২ এএম |



  কুমিল্লায়  সুজনের গোলটেবিল বৈঠকরাষ্ট্রসংস্কার ও রাজনৈতিক ঐক্যমত গঠনে নাগরিক ভাবনা ও মতামত গ্রহণের লক্ষ্যে ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টায় কুমিল্লার হোটেল ক্যাপসিকাম মিলনায়তনে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক।
"সুশাসনের জন্য নাগরিক (সুজন)" কুমিল্লা জেলা ও মহানগর কমিটির আয়োজনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের জন্য যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নির্ধারণে সুজন দেশব্যাপী নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছে। ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন-এই দুই প্রেক্ষাপটকে সামনে রেখে ভবিষ্যতের রাষ্ট্র গঠনে জাতীয় ঐকমত্য গঠনই এখন সময়ের দাবি।”
তিনি আরও জানান, দেশজুড়ে নাগরিক মতামতের ভিত্তিতে প্রাপ্ত তথ্য ‘নাগরিক ভাবনা’ নামে ঐক্যমত কমিশনে জমা দেওয়া হবে এবং এই প্রয়াসে সবার সহযোগিতা কাম্য।
সভায় বক্তারা দ্রুত রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।
আলোচনায় অংশগ্রহণ করেন:
অধ্যাপক ডা. মোসলে উদ্দীন আহমেদ, সাবেক অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ
অধ্যাপক মমিনুল হক চৌধুরী, সাবেক সভাপতি, জেলা সুজন
অধ্যাপক সফিকুর রহমান, সাবেক সভাপতি, মহানগর সুজন
অধ্যাপক ড. এমএম শরিফুল করিম, বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
মোঃ আনিছুর রহমান আকন্দ, সভাপতি, মহানগর সুজন
অধ্যাপক নিখিল চন্দ্র রায়, সভাপতি, সনাক
বদরুল হুদা জেনু, সভাপতি, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম
আবুল হাসনাত বাবুল, সাবেক সভাপতি, কুমিল্লা প্রেসক্লাব
ওমর ফারুক ভুইয়া, সম্পাদক, মহানগর সুজন
এছাড়াও মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সুজন সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সভায় মতামত তুলে ধরেন।

















সর্বশেষ সংবাদ
কুমিল্লা শহরজুড়ে অস্ত্র হাতে কিশোর গ্যাং গ্রুপের মহড়া
সরকার এনসিপি’কে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মূল্যায়ন করছে
সন্তানের ব্যাগ কাঁধে বাবাদের অপেক্ষা
জব্বারের বলী খেলায় এবারও ‘বাঘা শরীফের’ বাজিমাত
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জব্বারের বলীখেলায় ফের চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
গ্রেপ্তারের ২ মাস পর বরখাস্ত হলেন কুমিল্লার সাবেক এএসপি তানভীর
স্বামীই বালিশ চাপায় হত্যা করে স্ত্রীকে!
মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ
কুমিল্লায় সুজনের গোলটেবিল বৈঠক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২