রোববার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২
স্কুলব্যাগে গাঁজা পাচারকালে আটক ২
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১:১৩ এএম আপডেট: ২৫.০৪.২০২৫ ১:৩২ এএম |



 স্কুলব্যাগে গাঁজা  পাচারকালে  আটক ২চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো; ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া গ্রামের মাদক ব্যবসায়ী এনামুল হক খোকনের ছেলে মোঃ সুজন ও নোয়াখালীর সোনাইমুড়ির ঘোষকান্তা গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে শুক্কুর। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। 
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকা থেকে মাদক নিয়ে চৌদ্দগ্রামের দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে সালুকিয়া এলাকায় রবি টাওয়ারের নিচে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুজনকে স্কুলব্যাগ ও শুক্কুরকে একটি সাদা ব্যাগসহ আটক করে। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে তাদের ব্যাগ তল্লাশী চালিয়ে ৪ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় থানায় মাদক আইনে সুজন ও শুক্কুরের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে আটককৃত সুজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম, ঢাকার কেরানীগঞ্জ, সুত্রাপুর থানার চারটি মামলা এবং শুক্কুলের বিরুদ্ধে গুলশান ও কাফরুল থানার পাঁচটি মামলা রয়েছে। এছাড়া গত ১৭ এপ্রিল সীমান্ত এলাকায় বিজিবির উপর হামলার সাথেও জড়িত ছিল সুজন। 
বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন বলেন, ‘গাঁজাসহ আটককৃত সুজন ও শুক্কুরের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’। 
উল্লেখ্য, সুজন গাঁজাসহ আটকের তিন ঘন্টা পরেই তার বাবা এনামুল হক খোকন ও মাদক সম্রাজ্ঞী আলেয়া বেগম বিজিবির উপর হামলার ঘটনায় আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে। এলাকায় চিহ্নিত মাদক কারবারিদের এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল। 















সর্বশেষ সংবাদ
কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানা গুঁড়িয়ে দিলো যৌথবাহিনী আটক ৯
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কিত কুমিল্লানগরবাসী
চাঁদাবাজদের বিষয়েকোন ছাড় নেই
আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা ছিলেন ইবলিশ: হাজী ইয়াছিন
একই রশিতে ঝুলছিলো প্রবাসীর স্ত্রী ও শিশু ছেলের লাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
কুমিল্লা শহরজুড়ে অস্ত্র হাতে কিশোর গ্যাং গ্রুপের মহড়া
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কিত কুমিল্লানগরবাসী
কুমিল্লার আদালতে সেলিনা আক্তার রাত্রী সেজে জামিনে মুক্তিদিতে গিয়ে ধরা পড়েন ভূয়া বাদী সালমা
লালমাইয়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত আটক২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২