মাসুদ পারভেজ।।
বিএনপি
মনেপ্রাণে বিশ্বাস করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শতভাগ
নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। গত ১৭ বছর কোন ভোটার ভোট দিতেই-তো
পারেননি, ভোটের নাম নিয়েই বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এটাই ছিল গত ১৭
বছরের বাস্তবতা। আগামী সংসদ নির্বাচন যদি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয় বিএনপি
ও তার নেতাকর্মীরা বিশ্বাস করেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ বিপুলসংখ্যক
ভোটের মাধ্যমে বিএনপিকে সরকার গঠনে সহযোগিতা করবেন। কেন এ দলটিকে দেশের
জনগণ ভোট দিবেন, তার প্রধান কারণ হচ্ছে এ দলের প্রতিষ্ঠাতা শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান যে কয় বছর দেশ শাসন করেছেন, ওই
শাসনকালকে বাংলাদেশের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। তাই দেশের মানুষ বিশ্বাস করে
জাতীয়তাবাদী দল বিএনপি এবারের সংসদ নির্বাচনে ক্ষমতায় আসলে শহীদ জিয়ার
আমলের মত স্বর্ণযুগ ফিরে পাবেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কুমিল্লা সদর
উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি'র কর্মী সম্মেলনে
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-অর রশিদ
ইয়াসিন এসব কথা বলেন।
হাজী ইয়াসিন বলেন, আমাদেরকে শোকর করতে হবে, শেখ
হাসিনার মত দূঃশ্বাসক, শুয়োর এবং শয়তানকে দেশের মানুষের কাঁধ থেকে দূর
করেছেন। ওই শুয়োর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের মনে হয়নি কখনো একটি
সত্য কথা বলতে।
তিনি আরও বলেন, প্রত্যেকটি ওয়ার্ডকে ঢেলে সাজাতে হবে
যাতে করে আগামী নির্বাচনে ভোটাররা বিএনপিকে আস্থাশীল দল হিসেবে গ্রহণ করে।
স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের বিএনপি দেশের মাটি ও মানুষের কাছে
একটি আস্থার রাজনৈতিক দল । এ দলের অনেক আদর্শ এবং নৈতিকতা রয়েছে আমাদেরকে
সেটা ধরে রাখতে হবে এবং আগামী নির্বাচনে সরকার গঠনের মাধ্যমে দেশের উন্নয়নে
অগ্রণী ভূমিকা রাখতে হবে।
ওয়ার্ড কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা সদর উপজেলার বিএনপি'র আহবায়ক রেজাউল কাইয়ুম।
এসময় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শফিউল আলম রায়হানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।