চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আসরে কুমিল্লার বাঘা শরীফ জয়ী হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে খেলা শেষ হয়। আর ঐতিহ্যবাহী এই খেলা অনুষ্ঠিত হয়েছিল এদিন বিকেলে। গত আসরেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এ নিয়ে টানা দু’বার জয় লাভ করলেন বাঘা শরীফ।
এর আগে ১১৫তম আসরের ফাইনালে কুমিল্লার আরেক বলী মো. রাশেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিলেন এই বাঘা শরীফ। ওই সময় ফাইনালে প্রায় ১১ মিনিট লড়াই চলে দু’জনের মধ্যে। পরে একপর্যায়ে আর না পেরে রাশেদ নিজ থেকেই পরাজয় শিকার করে শরীফের হাত তুলে ধরেন। যে কারণে রেফারি শরীফকে বিজয়ী ঘোষণা করেন।
আবদুল জব্বারের বলীখেলাকে কেন্দ্র করে লালদিঘি এলাকায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে তিন দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। এতে বাহারি সব পণ্য নিয়ে হাজির হয়েছেন দেশের নানা জেলার কয়েকশো ক্ষুদ্র ব্যবসায়ী। রকমারি পণ্যের পসরা ছাড়াও রয়েছে গ্রামীণ ঐতিহ্যের নাগরদোলা। আর এ মেলা চলবে শনিবার (২৬ এপ্রিল) পর্যন্ত।
প্রসঙ্গত, আজ থেকে প্রায় ১১৫ বছর আগে চট্টগ্রাম শহরের বদর পাতির বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে এই বলি খেলা শুরু করেন। এরই ধারাবাহিকতায় সেই থেকে আজ পর্যন্ত প্রতিবছর ১২ বৈশাখ এই বলি খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এবার বলি খেলার আসর হবে ১১৬ তম।