বাড়ির
উঠানে খেলছিল ছয় বছরের আবির। উঠানে খর গুচ্ছাচ্ছিলেন আবিবের মা ও বাবা।
এরপর হঠাৎ আবির নিখোঁজ। চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে
করে না পেয়ে খালের বাঁশের সাঁকোর নিচে কচুরিপনার ভিতর থেকে আবিরের মরদেহ
উদ্ধার করে বাড়ির লোকজন। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে কুমিল্লার
দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামের রামপ্রসাদ খালে এ
ঘটনা ঘটে। নিহত আবির ফতেহাবাদ পশ্চিমপাড়ার কবির হোসেনের ছোট ছেলে । সে
দক্ষিণ রাঘবপুর নূরানী মাদ্রাসায় পড়ত। এদিকে, শিশু আবিরের মৃত্যুতে পরিবার ও
এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বার বার বেহুষ হয়ে পড়ছিলেন তার বাবা।
আবির
আবিরের বাবা কবির হোসেন জানান, বেলা ১১টার দিকে আবির বাড়ির উঠানে খেলাছিল।
আমরা পাশেই ধানের শুকনো খর পাড়ায় তুলছিলাম। কিছুক্ষণ পরই দেখি আবির উঠানে
নেই। পরে খালের কচুরিপনার ভিতর থেকে মৃত অবস্থায় তোলা হয়। কখন কিভাবে ওখানে
গেল আমরা কিছুই বলতে পারব না। পরে আবিরকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দেবিদ্বার
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, এ
ঘটনায় আমাদেরকে কেউ জানায়নি এবং এখনো কোনো অভিযোগ পায়নি।