নিজস্ব
প্রতিবেদক: দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬৪২ আসামিকে গ্রেপ্তার
করেছে পুলিশ। গত বুধবার রাত ১২টা থেকে গত বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এই
অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।
তিনি
বলেন, ‘২৪ ঘণ্টায় দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১
হাজার ৭২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনায় আরও ৫৭০ জনকে
গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি
পাইপগান, দুটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চার রাউন্ড
কার্তুজ, পাঁচটি চায়নিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি
চাকু, একটি কাঁচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি
সুলফি জব্দ করা হয়।’
তিনি আরও বলেন, ‘অপরাধ দমনে ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চলমান থাকবে।’