আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে
ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ
বিদ্যালয়ের অফিস সহকারী কম্পিউটার অপারেটর জাহিদুল ইসলামকে কারণ দর্শানোর
নোটিশ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই অভিযোগে দাউদকান্দি উপজেলা গণঅধিকার
পরিষদে সদস্য সচিব পদ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত
করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া।
জানাযায়, জাহিদুল
ইসলাম অফিস সহকারী হলেও এলাকায় জাহিদ মাষ্টার নামে পরিচিত। জাহিদ গণঅধিকার
পরিষদ দলের দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব ছিলেন। কয়েকদিন আগে তাকে দল
থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যহতির বিষয়টি নিশ্চিত করেছেন দলটির তিতাস
উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান।
বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য
মোহাম্মদ আবুল খায়ের জানান, একছাত্রীর করা লিখিত অভিযোগের বিষয়টি নিয়ে
প্রধান শিক্ষকের কক্ষে আমরা বসে ছিলাম। জাহিদের উপস্থিতিতেই ১০-১২জন ছাত্রী
অভিযোগ করেছে যে, জাহিদ বিভিন্ন সময় তাদের বিভিন্ন আপত্তিজনক কথা বলেছে,
কথার ছলে গায়েও হাত দেয়ার চেষ্টা করতো। কিন্তু জাহিদ এসব অভিযোগের
প্রেক্ষিতে তাৎক্ষনিক কোন জবাব দিতে পারেনি।
এবিষয়ে জাহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া বলেন, এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী জাহিদের
নামে লিখিত অভিযোগ করেছেন। এছাড়া বিদ্যালয়ের আরো কয়েকজন ছাত্রী ওর নামে
মৌখিক অভিযোগ দিয়েছে। বিষয়টি কমিটির সদস্যদের জানানো হলে কমিটি তাকে কারণ
দর্শানোর নোটিশ দিয়েছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা
ইসলাম জানান, যদিও অভিযোগের বিষয়টি আমি এখনো জানিনা। এমনটি হয়ে থাকলে বা
সুনির্দিষ্ট অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। আর চলমান এসএসসি
পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব থেকে অফিস সহকারী জাহিদকে অব্যাহতি দেয়া হয়েছে।
এদিকে এঘটনায় বিদ্যালয় প্রাঙ্গণে জাহিদুল ইসলামের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।