শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২
কুবির ‘বি’ ইউনিটে উপস্থিতি ৭০ শতাংশ
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১:৩২ এএম |




  কুবির ‘বি’  ইউনিটে উপস্থিতি ৭০ শতাংশকুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নিজস্ব পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার মাধ্যমেই শেষ হয় কুবির এবারের ভর্তি কার্যক্রম।
‘বি’ ইউনিটে ৪৪০টি আসনের বিপরীতে আবেদন করেন মোট ২৩ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৬ হাজার ৭৫৮ জন, শতকরা হিসাবে যা ৭০.৪৩ শতাংশ। বাকি ৭ হাজার ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, সুষ্ঠুভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা সংশ্লিষ্ট প্রতিটি দপ্তর তাদের কাজ সঠিকভাবে করেছে। নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সাহায্য করেছে।
তিনি আরো বলেন, একটা বিষয় লক্ষ্য করেছি এই বছর আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে পারতাম।  আগামী বছর থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করবো।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, পরীক্ষা সংশ্লিষ্ট সকলের সহোযোগিতায় পরীক্ষার সার্বিক পরিবেশ ভাল ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 
ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, শিক্ষার্থীদের দাবিতে এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিএনসিসি, রোভার স্কাউট, সাংবাদিক ও শিক্ষার্থীদের অবদান ছিল। শিক্ষার্থীরা পরিবহণ ও নিরাপত্তায় সহায়তা করেছে।
উল্লেখ্য, এর আগে গত ১৯ এপ্রিল ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
















সর্বশেষ সংবাদ
কুমিল্লা শহরজুড়ে অস্ত্র হাতে কিশোর গ্যাং গ্রুপের মহড়া
সরকার এনসিপি’কে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মূল্যায়ন করছে
সন্তানের ব্যাগ কাঁধে বাবাদের অপেক্ষা
জব্বারের বলী খেলায় এবারও ‘বাঘা শরীফের’ বাজিমাত
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জব্বারের বলীখেলায় ফের চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
গ্রেপ্তারের ২ মাস পর বরখাস্ত হলেন কুমিল্লার সাবেক এএসপি তানভীর
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
স্বামীই বালিশ চাপায় হত্যা করে স্ত্রীকে!
কুমিল্লা শহরজুড়ে অস্ত্র হাতে কিশোর গ্যাং গ্রুপের মহড়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২