শুক্রবার
(২৫ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষার দিনটিতে শিক্ষার্থীরা যেমন ব্যস্ত
ছিলেন স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে যেতে, তেমনি তাদের পাশে নীরবে দাঁড়িয়ে
ছিলেন একঝাঁক বাবা—কাঁধে সন্তানদের ব্যাগ, চোখে অগাধ ভালোবাসা আর
প্রত্যাশা।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রগুলোর বাইরের দৃশ্যে ছিলো এক
অন্যরকম আবেগ। ভিড়ের মাঝে চোখে পড়ছিলো এমন কিছু বাবা, যারা চুপচাপ দাঁড়িয়ে
ছিলেন, সন্তানের ব্যাগ কাঁধে নিয়ে। কারো কাঁধে দামি ব্যাগ, কারো হাতে মলিন
কাপড়ের ব্যাগ—কিন্তু প্রতিটি ব্যাগ যেন বহন করছিলো একটিই অনুভব: সন্তানের
স্বপ্ন পূরণের প্রত্যয়।
এই বাবারা এসেছেন দেশের নানা প্রান্ত থেকে। কেউ
বগুড়া, কেউ ফেনী থেকেদীর্ঘ পথ পেরিয়ে এসেছেন শুধুই সন্তানের ভবিষ্যতের এক
সম্ভাবনা রচনার আশায়। শহরের কোলাহল, ক্লান্তিকর যাত্রা, রোদ সব কিছু পেছনে
ফেলে তারা দাঁড়িয়ে ছিলেন নীরবে, ঠিক যেমনটা বাবারা থাকেন সব সময় সন্তানের
পেছনে ছায়ার মতো।
ফেনী থেকে আসা মো. ওমর ফারুকুজ্জামান বললেন, “সে যেনো
উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই চেষ্টাই করছি। তাকে সব বিশ্ববিদ্যালয়ে
পরীক্ষা দেওয়াচ্ছি। আশা করি সে একটি সিট দখল করতে পারবে।”