বাংলাদেশ
প্রিমিয়ার লীগের ৫৮ তম আসরে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা
আবাহনী ও মোহামেডান। খেলার প্রথমার্ধের ৪২ মিনিটের মাথায় ৩১ নাম্বার
জার্সি পরিহিত মোহামেডানের মাহবুবু আলমকে লাল কার্ড দেখায় রেফারি। এরপর
উত্তেজনা দেখা দেয় গ্যালারিতে। এ সময় উত্তেজিত দর্শকরা রেফারির বিরুদ্ধে
পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন। মাঠে ছুড়ে মারে স্মোক বোমা । কিছু সময় খেলার
ব্যাঘাত ঘটলোও কিছুক্ষণ পর আবার খেলা শুরু হয় । শনিবার ( ২৬ এপ্রিল)
বিকেলে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ হাইভোল্টেজ
ম্যাচটি অনুষ্ঠিত হয় । পরে ১০জন নিয়ে বাকী ম্যাচ খেলে মোহামেডান। কিছুটা
রক্ষনাত্মক খেলে মোহামেডান চাপের মুখে পড়লেও বারবার সুযোগ মিস করে আবাহনী।
মাহবুবু
আলমকে লাল কার্ড দেখানোর পর দশ জন নিয়ে খেলে মোহামেডান, নির্ধারিত ৯০
মিনিটে কোন গোল করতে না পাড়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আবাহনীর
খেলোয়াড়দের। তবে ম্যাচটি ড্র হলেও পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা মোহামেডান
২য়ার্ধেও এগিয়ে গেল।