রোববার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২
মোহামেডানের কাছাকাছি যাওয়ার সুযোগ হারালো আবাহনী
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ১২:৩০ এএম আপডেট: ২৭.০৪.২০২৫ ২:২০ এএম |


মোহামেডানের কাছাকাছি যাওয়ার সুযোগ হারালো আবাহনী
জিতলে মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১ এ নামিয়ে আনতে পারতো মারুফুল হকের দল। বাগে পেয়েও মোহামেডানকে হারিয়ে প্রথম লেগে হারের প্রতিশোধ নিতে পারেনি আবাহনী। তাই ৪ পয়েন্টেই পেছনে পড়ে থাকতে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নদের। মোহামেডানের জন্য স্বস্তি যে, তারা ম্যাচটি হারেনি।  শনিবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুই জনপ্রিয় ক্লাবের উত্তেজনাকর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ম্যাচের স্কোর ০-০। শেষ বাঁশির পর মোহামেডান শিবিরে যে উল্লাস দেখা গেছে তাতে যে কারোই মনে হতে পারে তা আবাহনীকে হারিয়েই দেওয়ার কারণেই। কিন্তু ব্যাপারটি তেমন নয়। মূলত, টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের ড্রয়ের স্বস্তির কারণ ছিল ৪৮ মিনিট ১০ জন নিয়ে খেলেও এক পয়েন্ট পাওয়া।
৪২ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের মাহবুব আলম। একজন কম নিয়ে খেললেও কিছু সময় আবাহনীর সঙ্গে সমান টক্কর দিয়েছিল আলফাজ বাহিনী।
শেষের ৩০-৩৫ মিনিটে মোহামেডানকে একেবারেই কোণঠাসা করে রেখেছিল আবাহনী। বেশিরভাগ সময় মোহামেডানের বক্সে বল ঘোরাফেরা করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি আবাহনী। গোল করতে না পারার খেসারত তারা দিয়েছে ম্যাচ ড্র করে।
১০ জনের দলে পরিণত হওয়ার পর থেকেই মোহামেডান রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে। দেখার বিষয় ছিল, এতটা সময় মোহামেডান ঠেকিয়ে রাখতে পারবে কি না আবাহনীকে। ম্যাচ যত শেষের দিকে এগিয়েছে, মোহামেডানের রক্ষণে মনযোগ ততই বেড়েছে। সেই সুযোগে আবাহনী বারবার মোহামেডানের রক্ষণে হানা দিয়েছে। অন্তত গোটা চারেক সহজ সুযোগ তৈরি করেও সেটি হাতছাড়া করেছে আবাহনী।
বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের মধ্যে দিনের অন্য ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে। তাই দ্বাদশ রাউন্ড শেষেও পয়েন্ট টেবিলের ওপরের দিকের দলগুলোর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই আবাহনীর চেয়ে ৪ ও কিংসের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে থাকলো মোহামেডান। সাদা-কালোদের ১২ ম্যাচে পয়েন্ট ৩১, আবাহনীর ২৭ ও বসুন্ধরা কিংসের ২১।
পরের রাউন্ডে মুখোমখি হবে আবাহনী ও কিংস। ওই ম্যাচের ফলাফল লিগের গতিচিত্র অনেকটাই নির্ধারণ করে দিতে পারে। শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আবাহনীকে ওই ম্যাচটি জিততেই হবে।
গত মঙ্গলবার ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংসের বিপক্ষে পিছিয়ে পড়া আবাহনীকে ম্যাচে ফিরিয়েছিলেন মোহাম্মদ ইব্রাহীম। মোহামেডানের বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেও তেমন ভূমিকা রাখার সুযোগ এসেছিল তার সামনে।
কিংসের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন সুমন রেজাও। শনিবার তার সামনেই এসেছে সহজ সহজ সুযোগ। কেউ পারেননি আবাহনীকে পয়েন্ট টেবিলে আরো উঁচুতে নেওয়ার সুযোগ কাজে লাগাতে। অন্তত ৩-৪ গোলে জিততে পারতো আবাহনী। সেই ম্যাচ ড্র করেছে গোলশূন্যভাবে। গোল করতে না পারার ব্যর্থতায় মোহামেডানের আরো কাছাকাছি যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে আবাহনীর।
মোহামেডান-আবাহনী ম্যাচ। উত্তেজনা না ছড়ালে কি হয়! গ্যালারিতে ও মাঠে উত্তেজনা ছিল। ৪২ মিনিটে মোহামেডানের মাহবুব আলম লালকার্ড পাওয়ার পর মাঠে পানির বোতল, ইট-পাটকেল এমনকি স্মোক ফ্লেয়ারও নিক্ষেপ হয়েছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে রেফারি সায়মন হাসানকে ৫ বার পকেট থেকে কার্ড বের করতে হয়েছে, যার একটির রঙ ছিল লাল।
ঝক্কি-ঝামেলা যা গেছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে ইস্পাতকঠিন লক্ষ্য ছিল দুই দলের। আবাহনীর চেষ্টা ছিল ম্যাচের ফল নিজেদের দিকে ঝোলাতে, মোহামেডান চেয়েছিল হারতে যেন না হয়। শেষ পর্যন্ত মোহামেডানের লক্ষ্যই পূরণ হয়েছে। ড্র করেও তাই তো যেন জয়ী দলটির নাম মোহামেডান।















সর্বশেষ সংবাদ
এপ্রিলের ২৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২৭ কোটি ডলার
জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানা গুঁড়িয়ে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানা গুঁড়িয়ে দিলো যৌথবাহিনী আটক ৯
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কিত কুমিল্লানগরবাসী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কিত কুমিল্লানগরবাসী
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
কুমিল্লা শহরজুড়ে অস্ত্র হাতে কিশোর গ্যাং গ্রুপের মহড়া
কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানা গুঁড়িয়ে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
কুমিল্লার আদালতে সেলিনা আক্তার রাত্রী সেজে জামিনে মুক্তিদিতে গিয়ে ধরা পড়েন ভূয়া বাদী সালমা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২