জাতীয়তাবাদী
দল বিএনপির সংগঠনকে গতিশীল করতে কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর
ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সম্মেলন নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ এপ্রিল বিকেলে ৯টি ওয়ার্ডকে তিনটি ভাগে ভাগ করে
সম্মেলনটি হয়। লালমাই উপজেলা সৃষ্টির ৮ বছর পর সাবেক সংসদ সদস্য বীর
মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর নির্দেশে উপজেলা বিএনপির আহবায়ক
কমিটি গঠনের পর বাকই উত্তর ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন করা হয়। উপজেলা
বিএনপির যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো:হাফেজ আনোয়ার এর
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো : সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান
অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মো: মাসুদ করিম, বিশেষ অতিথির
বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক আমান উল্যাহ আমান, সদস্য সচিব ইউসুফ আলী
মীর পিন্টু, যুগ্ম আহবায়ক ওমর ফারুক সুমন, হাফেজ বিল্লাল, খন্দকার মফিজুর
রহমান, বাকই উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মো :
অলি উল্যাহ, বিএনপি নেতা মো: আবদুর রহিম, অলি উল্যাহ সুমন, আরিফ মজুমদার,
মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন ত্যাগী নেতাকর্মীদের
খোঁজ খবর নিয়ে তাদের রাজনৈতিক ভাবে সম্মান দিয়ে মূল্যায়ন করতে হবে।
কোনভাবে আওয়ামী লীগের কোন লোকজনকে দলে ভিড়ানো যাবে না। যারা তাদের দলে
ভিড়ানোর চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা গ্রহণ করা হবে বলে
জানান।