কুমিল্লার
ব্রাহ্মণপাড়া চান্দলা ইউনিয়নের ২নংওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ এপ্রিল (শুক্রবার) রাত ৮টায় চান্দলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক
এমপি জাকারিয়া তাহের সুমন।
সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি'র যুগ্ম
আহবায়ক মো: নজরুল ইসলাম, চান্দলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন
ভূইয়া বাদল ও ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামানের
সঞ্চালনায় সভাপতিত্ব করেন চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার
সরকার (লিটন)।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া তাহের সুমন
বলেন,কোন আওয়ামী লীগের সদস্য যেন বিএনপির কমিটিতে ঢুকতে না পারে এ ব্যাপারে
সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূলকে আগে
শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে একটি উন্নত
সমৃদ্ধি ও জাতীয়তাবাদ আদর্শের বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান
মাহমুদ ভিপি ওয়াসিম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জসিম উদ্দিন।
উপস্থিত
ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর
আলম, যুগ্ন আহ্বায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন, মাহবুবুল আলম চৌধুরী, দক্ষিণ
জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আ হ ম সাইফুর আলম,মুক্তিযোদ্ধা মাহবুব
চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির আহবায়ক
এটিএম মিজানুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী আমির
হোসেন,সিনিয়র যুগ্ন আহবায়ক শাহআলম খোকন, যুগ্ন আহবায়ক যথাক্রমে মো: মহসিন
কবির সরকার,এডভোকেট মনিরুল ইসলাম সরকারসহ ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি'র
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সন্মেলনে ২ নং ওয়ার্ডের সভাপতি
হিসেবে নির্বাচিত ডাঃ সামসুল আলম, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব খান, এবং
মোঃ শামিম খানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ২ নং ওয়ার্ডের
কমিটি গঠন করা হয়েছে।