নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে
গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মাহমুদুল
হাসান শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানান, শনিবার ২৬ এপ্রিল সকালে
কুমিল্লার সদর উপজেলার বানাশুয়া এলাকায় মাদক বিরোধী অভিযানে মোঃ এমরান (৪৬)
নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামীর হেফাজতে থাকা ১০
কেজি গাঁজা জব্দ করা হয়।
অন্যদিকে একই দিন একই এলাকায় আরও এক মাদক
বিরোধী অভিযানে সাইফুল (৩০) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ
সময় আসামীর হেফাজতে থাকা ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
র্যাব জানায়,
গ্রেফতারকৃত আসামী মোঃ এমরান (৪৬) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার ফুলদি
গ্রামের মোঃ সিরাজ এর ছেলে এবং ২। সাইফুল (৩০) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল
থানার বানাশুয়া গ্রামের শাহজাহান এর ছেলে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে
জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী
এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে
মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে
আসছিল।