নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা নগরীর ৭নং ওয়ার্ড গোবিন্দপুরে প্রায় ১হাজার অসহায়
দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শনিবার (২৬
এপ্রিল) দুপুর ৩ ঘটিকায় নগরীর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ওয়ার্ডবাসীর উদ্যোগে ও মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুর সহযোগিতায় এ
চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
দুপুর ৩ ঘটিকা থেকে সন্ধ্যা
পর্যন্ত বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন
কুমেক ড্যাব সভাপতি ও বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডাক্তার মিনহাজুর রহমান
তারেক, সাধারণ সম্পাদক বিশিষ্ট নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তার শফিকুর রহমান,
কুমিল্লা সদর হাসপাতালের কনসালটেন্ট সার্জন নাফিস ইমতিয়াজ শিপলু,
বিপিএমপিএ কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার
বিশেষজ্ঞ ডাক্তার রাসেল আহাম্মেদ, ময়নামতি মেডিক্যাল কলেজের অধ্যাপক শিশু
(বিশেষজ্ঞ) ডাঃ তুষার, ডাঃ প্রিয়ম চক্রবর্তী, প্রাইভেট প্রেক্টিশ্নার
(মহিলা ও শিশু রোগ বিশেষজ্ঞ) ডাঃ নাজমা হক, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ
মোসতাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি ও চক্ষু হাস্পাতাল
মেডিকেল অফিসার ডাঃ কাউসার আহমেদ, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাঃ দীপ কৃষন পাল,
মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাইদুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ইফতেখার হক,
মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আবদুল মুকিত খান, ডাঃ নাহিদ, ডাঃ আদনান, মেডিসিন
বিশেষজ্ঞ ডাঃ শফিউল্লা, ডাঃ শাহজাহান, ডাঃ হাসান ও ডাঃ মমতাজ বেগম।
এ
সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, বাখরাবাদ গ্যাস
ডিস্ট্রিবিউশন কোম্পানি কুমিল্লার ডিজিএম বেলায়েত হোসেন কনক, মহানগর
যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল, মহানগর বিএনপির নেতা নেছার আহমেদ
রাজু, ভিপি আব্দুল্লাহ, কুমিললা মহানগর কোকো স্মৃতি সংসদের সাধারন সম্পাদক
আশিকুর রহমান রানা, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আশিকুর রহমান, সেক্রেটারি মো:
আফিফুর রহমান আরিফ, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর আজমল হোসেন, মহানগর
যুবদলের যুগ্ন আহবায়ক আরমান আলি, কুমিল্লা সদর উপজেলা সেচ্ছাসেবক দলের
আহবায়ক আক্তারুজ্জামান জামান, ১৮নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আব্দুর
রহমান, ০৮ ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ইফতেখার উদ্দিন মেহেদিসহ এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপির
সভাপতি উৎবাতুল বারী আবু বলেন, গোবিন্দপুর এলাকাটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা।
এখানকার অনেক মানুষ রয়েছেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। তাই, তাদের কষ্ট
লাঘবে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হচ্ছে। এখানকার মানুষকে
চিকিৎসা সেবা দিতে পেরে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতে এ সেবার পরিধি বাড়িয়ে
নগরীর ২৭টি ওয়ার্ডের অসহায় দুস্থ মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা সেবা পায়
সে উদ্যোগ গ্রহণ করা হবে।