চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে খালের পাড় ও কৃষি জমির মাটি কাটার
অভিযোগে উপজেলার জুগিরকান্দি এলাকা থেকে সালেহ আহমেদ নামে একজনকে আটক করা
হয়েছে। এসময় মাটি খনন কাজে ব্যবহৃত একটি ভেকু ঘটনাস্থল থেকে জব্দ করা হয়।
আটককৃত সালেহ আহমেদ কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি পুর্বপাড়ার সালামত
উল্লাহর ছেলে। শনিবার দুপুরে আটককৃত সালেহ আহমেদকে পরিবেশ অধিদপ্তর
কুমিল্লা জেলা কার্যালয় কর্তৃক চৌদ্দগ্রাম থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার
দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা
নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন জানান, ২৫শে এপ্রিল রাতে চৌদ্দগ্রাম
উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়, থানা পুলিশ ও ইউনিয়ন
ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একজনকে আটক ও একটি ভেকু জব্দ করে উপজেলা হেড কোয়ার্টারে নিয়ে আসা
হয়েছে। এসময় তিনি আরও বলেন, উপজেলার আইনশৃংখলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে
উপজেলা প্রশাসন সর্বদা সক্রিয় রয়েছে। তবে এধরণের অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে
গণমানুষের সচেতন হওয়ার পাশাপাশি জনগণের গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান
তিনি।