নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লা নগরীস্থিত বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এর
স্বত্বাধিকারী ও ত্রিশূল গীতা শিক্ষালয় এর উপদেষ্টা লিটন ঘোষ এর মমতাময়ী
মাতা স্বর্গীয় মীরা রাণী ঘোষ এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার
বিকেলবেলা নগরীর রাণীর বাজারস্থি শ্রী শ্রী রাসস্থলীতে শ্রী শ্রী গীতা
শিক্ষালয় এর আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে ত্রিশূল
গীতা শিক্ষালয় এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ ও
ত্রিশূল গীতা শিক্ষালয় এর কর্ণধার আশীষ কুমার দাশ এর সঞ্চালনায় অতিথি
হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য, মহেশ
চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি ও বিশিষ্ট সমাজসেবক শ্যামল কৃষ্ণ সাহা। এসময়
উপস্থিত ছিলেন- কুমিল্লা শ্রীকাইল ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক শ্যামা
প্রসাদ ভট্টাচার্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিশ্বজিৎ দেব,
কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত দাশ টিটু ও
প্রচার সম্পাদক রিংকু ঘোষ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য
এডভোকেট তাপস চন্দ্র সরকার ও এডভোকেট সনজীবন পাল এবং ত্রিশূল গীতা শিক্ষালয়
এর সাধারণ সম্পাদক অনন্য ভৌমিক সহ ত্রিশূল গীতা শিক্ষালয়ের প্রায় তিন
শতাধিক কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এতে স্বর্গীয়া মীরা রাণী
ঘোষের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ, গীতা পাঠ ও ধর্মীয় সংগীত পরিবেশন শেষে
উপস্থিত সকলের মাঝে পুষ্প পলাউ, দধি ও মিষ্টিসহ বিভিন্ন মুখরোচক খাবার
বিতরণ করা হয়। সবশেষে কুমিল্লা মহেশ চ্যারিটেবল ট্রাস্টের নবনিযুক্ত
ট্রাস্টি শ্যামল কৃষ্ণ সাহাকে ফুলেল শুভেচছা জানান ত্রিশূল গীতা শিক্ষালয়
নেতৃবৃন্দ।
উল্লেখ যে, ত্রিশূল গীতা শিক্ষালয় এর উপদেষ্টা লিটন ঘোষ এর
মমতাময়ী মাতা স্বর্গীয় মীরা রাণী ঘোষ (৮৪) বার্ধক্যজনিত কারণে গেলো ৯
এপ্রিল বুধবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে ইহলোকের মায়ামমতা ত্যাগ করে
পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র-এক কন্যা, নাতি-নাতনি ও আত্মীয়
স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।