নিজস্ব
প্রতিবেদক:কুমিল্লায় কেউ চাঁদাবাজিতে জড়িতে থাকলে তাদের বিরুদ্ধে
ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন
বলেছেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজী হচ্ছে বলে অভিযোগ আসতেছে। চাঁবাজদের
বিষয়ে কোন ছাড় নেই। আমি বলবো, আমার নিজের সন্তানও যদি চাঁদার জন্য আসে
তাহলে বিদ্যুতের খুটির সাথে বেঁধে পুলিশে দিবেন। নিজ সন্তানদের বিষয়ে যে
ক্লিয়ারেন্স দিয়েছি সুতরাং বাকীদের বিষয়ে মনে হয় আর কিছু বলার অপেক্ষা
রাখেনা।
গতকাল শনিবার কুমিল্লা নগরীর রেইসকোর্সে অবস্থিত ইস্টার্ন
ইয়াকুব প্লাজার ঈদ মেগা র্যাফল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা বলেন।
হাজী ইয়াছিন বলেন, আপনাদের মনে রাখতে হবে অন্যায়কারী
খুব লিমিটেড। তারা সংঘবদ্ধ থাকে বলেই তাদেরকে শক্তিশালী ও বেশী মনে হয়,
কিন্তু আপনারা যখন অন্যায়ের প্রতিবাদ করে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন
দেখবেন তারা আর দাঁড়াতে পারবেনা। তিনি আরো বলেন, আসেন আমরা নিজেরা সৎ হই,
অন্যকে সৎ হইতে আহবান জানাই। নিজে সৎ না হয়ে অন্যকে নিয়ে সমালোচনা না করি,
অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কতটুকু সৎ।
শনিবার
বিকেলে বৃহত্তর কুমিল্লার সর্বপ্রথম নির্মিত আধুনিক ও শীততাপ নিয়ন্ত্রিত
অভিজাত শপিং সেন্টার ইস্টার্ন ইয়াকুব প্লাজার ঈদ মেগা র্যাফল ড্র অনুষ্ঠিত
হয়েছে। র্যাফল ড্রতে প্রথম পুরস্কার ৩৫০ সিসি রয়েল এনফিল্ড ক্লাসিক
মোটরসাইকেল বিজয়ী হয়েছেন নগরীর বাদশা মিয়ার বাজারের ডিম ব্যবসায়ী মো:
কামরুল হাসান।
শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মেগা র্যাফল ড্র অনুষ্ঠান
শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা
মন্ডলীর সদস্য সাবেক এমপি হাজী আমিন উর রশীদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।ইস্টার্ন ইয়াকুব
প্লাজার দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম ভূইয়ার সভাপতিত্বে অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ডায়াবেটিস এসোসিয়েশনের অর্থ সম্পাদক ও
ইস্টার্ন প্লাজা মালিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরে
আলম ভূইয়া, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আলী আক্কাস, দক্ষিণ
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামান, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক
আবুল কাশেম হৃদয়, দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক শাহজাদা
এমরান, আদর্শ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সফিউল আলম রায়হান, কোতয়ালী
থানার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতিন ভূইয়া, যুবদলের সিনিয়র
সহসভাপতি খলিলুর রহমান বিপ্লব প্রমুখ।
মার্কেটের ব্যবসায়ী ও দক্ষিণ জেলা
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, মার্কেটের ব্যবসায়ী ও
সাংবাদিক এমদাদুল হক সোহাগ, সংগঠক ও ব্যবসায়ী আব্দুল্লাহীল বাকীর যৌথ
সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, দোকান মালিক সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য
মিজানুর রহমান, বেলায়েত হোসেন, সাজেদুল ইসলাম শাহআলম, সুজিত চন্দ্র দাস
বাবুল, মালিক সমিতির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, সহসভাপতি গিয়াস উদ্দিন
আহমেদ, যুগ্ম সম্পাদক সেলিম আহমেদ, অর্থ সম্পাদক মিয়া বাতেন, প্রচার
সম্পাদক মোঃ মোতাহের হোসেন, সদস্য আবদুর রব ভূঁইয়া লিটন, মাহবুবুর রহমান
মামুন, মোঃ জাকির হোসেন, সোহাগ শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বমোট ১০১টি
পুরস্কারের মধ্যে ক্রেতা-সাধারণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার
সাংবাদিকদের উপস্থিতিতে অত্যন্ত স্বচ্ছতার সাথে ১০১ নাম্বার থেকে কুপুন
উঠানো শুরু হয়। উপস্থিত কোমলমতি শিশু ও অতিথিদের মাধ্যমে কুপন তুলা হয়।
র্যাফেল
ড্র’তে দ্বিতীয় পুরস্কার ১২৫ সিসি স্কুটি বিজয়ী হয়েছেন তামিদ, তৃতীয়
পুরস্কার ১২৫ সিসি মটর বাইক পেয়েছেন আবদুর রহামন, চতুর্থ পুরস্কার ১০০সিসি
স্কুটি পেয়েছেন ১৫৫১৭৭ কুপনধারী ব্যক্তি, পঞ্চম পুরস্কার ১১০ সিসি
মোটরসাইকেল পেয়েছেন অজিত। ৬ষ্ঠ পুরস্কার এক টন এসি পেয়েছেন কাজী নাছির, ৭ম
পুরস্কার ল্যাপটপ পেয়েছেন মামা ভাগিনা কুপনধারী ব্যক্তি, ৮ম পুরস্কার ৩২
ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন মনি রহমান, ৯ম পুরস্কার স্মার্ট ফোন পেয়েছেন মা
নামের কুপনধারী ব্যক্তি, ১০ম পুরস্কার ডিনার সেট পেয়েছেন ইয়া আল্লাহ নামের
কুপনধারী ব্যক্তি। দশজন সহ ১০১টি পুরস্কার বিজয়ীদের মার্কেট কমিটির পক্ষ
থেকে ফোন করে জানানো হচ্ছে। আগামি বুধবার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
পুরস্কার বিজয়ীদের নাম, কুপন নাম্বার, মোবাইল নাম্বার সম্বলিত তালিকা
মার্কেটের সামনে সাটানো হয়েছে এবং ফেইসবুক পেইজে দেয়া আছে।