সোমবার ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২
এবার ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন হৃদয়
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১২:৫০ এএম আপডেট: ২৮.০৪.২০২৫ ১:৩৪ এএম |


  এবার ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন হৃদয়

চলমান ডিপিএলে মাঠের ক্রিকেট ছাপিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে এখন তাওহিদ হৃদয়ের শাস্তি কাণ্ড! এই ক্রিকেটার যেমন বারবার একই ঘটনা ঘটাচ্ছেন, তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শাস্তি দিতে গিয়ে (বিসিবি) জল ঘোলা করছে। সর্বশেষ খবর, আরো ৪ ম্যাচের জন্য হৃদয়কে নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি।
আগে থেকেই হৃদয়ের নামের পাশে ছিল ৭টি ডিমেরিট পয়েন্ট। তার সঙ্গে গতকালকের ঘটনায় নতুন করে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আউট হওয়ার পর আম্পায়ারের প্রতি প্রতিক্রিয়া দেখান মোহামেডান অধিনায়ক। এরপর তাকে শুনানিতে ডাকা হলেও আসেননি।
আম্পায়ারের সঙ্গে মাঠে অসদাচারণ ও পরবর্তীতে শুনানিতে অংশ না নেওয়ায় ম্যাচ রেফারি আখতার আহমেদ লেভেল-১ অপরাধের জন্য হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করেন, সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয় তার।
সবমিলিয়ে ৮ ডিমেরিট পয়েন্ট হওয়ায় ৪ ম্যাচের জন্য হৃদয়কে নিষিদ্ধ করেছে বিসিবি। এখন থেকেই হৃদয়ের ৪ ম্যাচের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আজ রোববার (২৭ এপ্রিল) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ডিপিডিসিএল ২০২৪-২৫ মৌসুমের আচরণবিধির ধারা ৫.২.৬ ধারা অনুসারে, ম্যাচ রেফারি আখতার আহমেদ ১০,০০০ টাকা জরিমানা এবং আরও একটি ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে দিয়েছেন।'
'ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসম্মতি প্রকাশ করায় বিসিবির আচরণবিধির ধারা ২.৮ এর অধীনে লেভেল-১ অপরাধের করেছেন হৃদয়। লেভেল ১ অপরাধের জন্য সর্বনিম্ন সতর্কতা এবং সর্বোচ্চ ৪০,০০০ টাকা জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে রয়েছে।'
'সর্বশেষ একটি ডিমেরিট পয়েন্টের ফলে হৃদয়ের মোট আটটি ডিমেরিট পয়েন্ট হয়েছে। যার মধ্যে আগে থেকেই তার নামের পাশে ৭টি ডিমেরিট পয়েন্ট ছিল। ফলস্বরূপ, তিনি তাৎক্ষণিকভাবে  চার ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করবেন।'.
















সর্বশেষ সংবাদ
মহড়ার পর অভিযানে যৌথবাহিনী
চান্দিনায় আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন শক্তি নেই
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে
নাঙ্গলকোটের পৌর সাবেক মেয়র আব্দুল মালেককে দুদকে কার্যালয়ে তলব
চৌদ্দগ্রামে কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি ও ১ জন বহিষ্কার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানা গুঁড়িয়ে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কিত কুমিল্লানগরবাসী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৪৯.৭১ শতাংশ
মহড়ার পর অভিযানে যৌথবাহিনী
চান্দিনায় আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন শক্তি নেই
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২