কুমিল্লায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনে আজ সোমবার মাঠে নামবে ব্রাহ্মণবাড়িয়া বনাম চাঁদপুর।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার অংশগ্রহণে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অংশ নিবে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর ৬টি দল। ১১টি জেলার অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতা দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ক’ জোনের খেলা হবে রাঙামাটিতে আর ‘খ’ জোনের খেলা হবে কুমিল্লায়। ক’ জোনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা এবং ‘খ’ জোনে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর ও চাঁদপুর জেলা লড়বে।
কুমিল্লার মাঠে প্রথম খেলা সোমবার ২৮শে এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া বনাম চাঁদপুর, দ্বিতীয় খেলা মঙ্গলবার ২৯শে এপ্রিল লক্ষীপুর বনাম ফেনী, তৃতীয় খেলা ৩০শে এপ্রিল বুধবার কুমিল্লা বনাম নোয়াখালী। প্রতিটি খেলা কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে দুপুর তিনটা থেকে শুরু হবে। এছাড়াও আগামী ৩ মে শনিবার একই ভ্যানুতে ম্যাচ নম্বর ২ বনাম ম্যাচ নম্বর ৩ বিজয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট সফলভাবে বাস্তাবায়নে ইতিমধ্যেই সবপ্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠের সার্বিক নিরাপত্তা এবং টূর্ণামেন্টটি উৎসবমুখর করতে কাজ করবে পুলিশ আনসার সদস্যদের পাশাপাশি রোভার স্কাউটস ও গার্লস গাইড সদস্যরা।