ঈবহঃৎব ড়হ ওহঃবমৎধঃবফ জঁৎধষ
উবাবষড়ঢ়সবহঃ ভড়ৎ অংরধ ধহফ ঃযব চধপরভরপ (ঈওজউঅচ)-এর মহাপরিচালক ড. পি.
চন্দ্র শেখর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) পরিদর্শন করেন।
পরিদর্শনকালীন তিনি বার্ড-এর অনুষদবর্গের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। সভায়
বার্ডের কার্যক্রম উপস্থাপনা করেন বার্ডপরিচালক (প্রকল্প) রঞ্জন কুমার গুহ।
সভায় বার্ড এবং সিরডাপ পল্লী উন্নয়নে যে সকল ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে
পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সিরডাপ মহাপরিচালক বার্ড-এ চলমান
প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।