মোঃ হুমায়ুন কবির মানিক ।
কুমিল্লার
মনোহরগঞ্জে ভাতিজা বৌ-কে ধর্ষণ চেষ্টার অভিযোগে জমির উদ্দিন ওরপে মানিককে
গণধোলাই দিয়ে পুলিশে দিলো এলাকাবাসী। রোববার (২৭ এপ্রিল)রাত সাড়ে তিনটায়
ভুক্তভোগী ঐ নারী রাত সাড়ে ৩টায় তাহাজ্জুতের নামাজ পড়তে উঠলে মানিক তাকে
ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় ভূক্তভোগীর চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে
মানিককে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়
-গত কয়েক মাস থেকে বাড়ীর বাতিজা বৌ'কে জমির উদ্দিন উত্ত্যক্ত করে আসছে।
ভুক্তভোগী বিষয়টি বেশ কয়েকবার তার পরিবারকে অবগত করলে, পরিবার তাকে সতর্ক
করে দেয়। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় তাহাজ্জুদের নামাজ পড়ার প্রস্তুতি
নিতে বাহিরে আসলে ভিকটিমের মুখ চেপে ধরে ও তার সাথে জোরাজুরি করে এক পর্যায়
ভিকটিম ধর্ষণকারীর হাত থেকে ছুটে চিৎকার করলে আশপাশের ঘর থেকে মানুষ এসে
তাকে উদ্ধার করে এবং ধর্ষক মানিককে ধরে পুলিশে হাতে তুলে দেয় এবং উপস্থিত
সকলের সামনে জমির তার দোষ স্বীকার করে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে গামছা প্রতীকে জমির উদ্দিন
প্রতিদ্বন্দিতা করেছিল। সামান্য কিছু ভোট পেলেও, সেই থেকে নিজেকে একজন এমপি
হিসেবে ভাবতে শুরু করে জমির। ৫ আগষ্টের পর বিভিন্ন এলাকায় পরিচয় দিতো
সমন্বয়ক।
এবিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)বিপুল চন্দ্র দে
জানান- রাতে জমিরকে এলাকার লোকজন ঘটনাটি আমাদেরকে অবগত করলে, মনোহরগঞ্জ
থানা পুলিশের একটি টিম গিয়ে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী মহিলা জমির এর
বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় অভিযোগ করেছে, তাকে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ
করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।