স্টাফ
রিপোর্টারঃবাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির অধিকার সংরক্ষণ এবং সাংগঠনিক
কার্যক্রম জোরদারে গত শনিবার দুপুর ১২টায় লাকসাম রেলওয়ে স্টেশনের ভিআইপি
রুমে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লাকসাম শাখার সভাপতি
মহিউদ্দিন শোয়েবের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি, মনিরুজ্জামান মনির এবং বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান আক্তার। সভায়
কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লাকসাম শাখার সভাপতি ও সাধারণ
সম্পাদকগণ অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ রেলওয়ে কর্মচারী বান্ধব নিয়োগ বিধিমালা
বাস্তবায়ে চলমান পরিস্থিতিতে এগিয়ে চলা ,পোষ্য পরিবারের ন্যায্য অধিকার
প্রতিষ্ঠা, চাকরিতে অগ্রাধিকার, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিতকরণ,
বেকার রেলওয়ে পোষ্যদের চাকরি ছাড়াও কর্মসংস্থান সৃষ্টি এবং রেলওয়ের
কল্যাণমূলক নীতিমালায় পোষ্যদের অন্তর্ভুক্তির বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
বক্তারা
অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পোষ্যদের ন্যায্য সুযোগ-সুবিধা অবহেলিত হচ্ছে।
বিশেষ করে নতুন নিয়োগ ও প্রমোশন প্রক্রিয়ায় পোষ্য কোটার সংরক্ষণ নিয়ে
ষড়যন্ত্র যা রেলওয়ের প্রতি তাদের ঐতিহাসিক অবদানকে অমর্যাদা করে। নেতৃবৃন্দ
দ্রুত দাবিসমূহ চূড়ান্ত করে কেন্দ্রীয়ভাবে রেলওয়ে প্রশাসনের সাথে
আনুষ্ঠানিক বৈঠক করার সিদ্ধান্ত নেন। সভা থেকে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা
নির্ধারণ করা হয়, যার মধ্যে রয়েছে-সদস্যদের তালিকা হালনাগাদ, কেন্দ্রীয়
পর্যায়ে স্মারকলিপি প্রদান, এবং প্রয়োজনে গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা
চালানো। সভায় কেন্দ্রীয় সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, "পোষ্যদের অধিকার
রক্ষার লড়াই শুধু আমাদের ব্যক্তিগত দাবি নয়, এটি ন্যায়বিচারের জন্য একটি
সম্মিলিত সামাজিক আন্দোলন।"
ঢাকা থেকে লাকসাম যাওয়ার পথে কুমিল্লা
রেলওয়ে স্টেশনে ট্রেন পৌঁছালে কুমিল্লা শাখার নেতৃবৃন্দ কেন্দ্রীয় সভাপতি
মনিরুজ্জামান মনিরকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর লাকসাম স্টেশনে ট্রেন
পৌঁছালে লাকসাম শাখার নেতৃবৃন্দও কেন্দ্রীয় সভাপতিকে আন্তরিকভাবে ফুলেল
শুভেচ্ছায় বরণ করেন।
সভা শেষে সবাই ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।