সোমবার ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২
কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১:০৬ এএম আপডেট: ২৮.০৪.২০২৫ ১:৩৭ এএম |



  কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১বুড়িচং প্রতিনিধি :কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং অংশে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে বুড়িচং উপজেলার সিন্দুরিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহত মোস্তফা সরোয়ার বিপ্লব (৫০) নরসিংদী জেলার কামাড়গাও গ্রামের মোস্তফা কামালের ছেলে বলে জানিয়েছে পুলিশ। তিনি সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। এছাড়াও দুর্ঘটনায় অন্তত আরো চারজন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এস আই) আনিছুর রহমান।
প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, 'কুমিল্লা থেকে ছেড়ে আসা মুরাদনগরগামী রয়েল সুপার পরিবহনের একটি এসি বাস মহাসড়কের সিন্দুরিয়া পাড়া এলাকায় পেছন থেকে সিএনজি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমরে মুচড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা আরো এক মহিলা ও শিশুসহ ৫ যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। '
এদিকে দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে। এ সময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা ও দেবপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত দুটি গাড়িকে উদ্ধার করে এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।
















সর্বশেষ সংবাদ
মহড়ার পর অভিযানে যৌথবাহিনী
চান্দিনায় আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন শক্তি নেই
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে
নাঙ্গলকোটের পৌর সাবেক মেয়র আব্দুল মালেককে দুদকে কার্যালয়ে তলব
চৌদ্দগ্রামে কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি ও ১ জন বহিষ্কার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানা গুঁড়িয়ে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কিত কুমিল্লানগরবাসী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৪৯.৭১ শতাংশ
মহড়ার পর অভিযানে যৌথবাহিনী
চান্দিনায় আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন শক্তি নেই
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২